শিরোনাম
◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দ্রুত আরোপ করুন: জাতিসংঘ বিশেষজ্ঞ ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত ◈ বাংলাদেশে পূর্ণাঙ্গ ও মুক্ত গণতন্ত্র বাস্তবায়নে কাজ করে যাবে যুক্তরাষ্ট্র: ম্যাথিউ মিলার

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৩ রাত
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইবার হামলায় রাশিয়ার ৬ মিলিয়ন ডলার চুরি

আনোয়ার হোসেন: ব্যাংকিং লেনদেনের মেসেজিং অ্যাপস সুইফট-এ সাইবার হামলা চালিয়ে রাশিয়ার একটি ব্যাংক থেকে ৬ মিলিয়ন ডলার চুরি করেছে হ্যাকাররা। গত বছরের(২০১৬) জুলাই মাসে হ্যাকাররা এই হামলা চালায়। গতকাল শুক্রবার রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

সেন্ট্রাল ব্যাংক অব দি রাশিয়ান ফেডারেশন জানায়, মেসেজিং অ্যাপস সুইফট-এর একটি অপারেটরে সফল আক্রমণ হওয়ার তথ্য তাদের কাছে পাঠানো হয়েছে। এই কার্যক্রমের ফলে সুইফট আন্তর্জাতিক পেমেন্ট মেসেজিং সিস্টেম থেকে ৩৩ কোটি ৫০ লাখ রুবল বা (৬ মিলিয়ন ডলার) চুরি হয়েছে।

সুইফট-এর মুখপাত্র নাতাশা ডি টেরান বলেন, যখন আমাদের কাছে সম্ভাব্য জালিয়াতির অভিযোগ করা হয়। তখন আমরা ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীকে নিরাপদ করার জন্য সহায়তা করি। তবে তারা নির্দিষ্ট কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেনি।

রুশ কেন্দ্রীয় ব্যাংকের এক মুখপাত্র তাদের নিরাপত্তা বিভাগের উপ-প্রধান আরটেম সাইচেভ-এর উদ্ধৃতি তুলে ধরে বলেন, হ্যাকাররা ওই অর্থ তুলে নিয়েছে। আর তারা যখন একটি কম্পিউটারের নিয়ন্ত্রণ নিতে পারে তখন এমনটা খুবই সহজেই করতে পারে। ব্রাসেলস-ভিত্তিক সুইফট আরো জানায়, গত বছরে হ্যাকাররা নতুন আক্রমন শুরু করার জন্য আরও উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহার করে।
উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর মাসে হ্যাকাররা সুইফট সিস্টেমের সাহায্যে রাশিয়ান রাষ্ট্রীয় ব্যাংক গ্লোবেক্স থেকে ৫৫ মিলিয়ন রুবেল চুরি করার চেষ্টা করে এবং ২০১৬ সালের ফেব্রুয়ারী মাসে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়