শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫১ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কাবেরির জলে প্রতারিত তামিলনাড়ু : এমকে স্ট্যালিন

 

আসিফুজ্জামান পৃথিল : বিগত কয়েক দশকে কাবেরির জল নিয়ে কম জল ঘোলা হয়নি। অবশেষে গতকাল শুক্রবার ভারতের সুপ্রিম কোর্ট কাবেরির জলের ভাগাভাগি নিয়ে এক ঐতিহাসিক রায়ের মাধ্যমে তামিলনাড়ু  আর কর্ণাটকের মধ্যে জলের পরিমাণ ভাগ করে দিয়েছেন। রায় অনুযায়ী তামিলনাড়ু পাবে ১৭৭.২৫ টিএমসি পানি। আর বাকি ১৪.৭৫ টিএমসি পানি পাবে কর্ণাটক। আশা করা যাচ্ছে সর্বোচ্চ আদালতের এই রায়ের ফলে তামিলনাড়ু, কর্ণাটক, কেরালা আর পন্ডিচেরি প্রেসিডেন্সির মধ্যে বিরাজমান কয়েক দশকের রাজনৈতিক টানাপড়নের অবসান ঘটবে।

তবে ভাগে আগের থেকে কম পাওয়ায় নিজেদের অসন্তোষটি গোপন করেননি তামিল রাজনীতিবীদরা। চেন্নাই এর সাবেক মেয়র এবং তামিলনাড়ুর সাবেক সহকারি মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন বলেছেন, এই রায়ে তামিল জনগণ প্রতারণার শিকার। বিখ্যাত অভিনেতা ও রাজনীতিবীদ কমল হাসান বলেছেন, তিনি এই রায়ে হতভম্ব হয়েছেন। তবে আমার মনে হয় সুপ্রিম কোর্ট বুঝিয়েছেন, কাবেরির জলের মালিক কোন রাজ্য নয়। এটি একটি সান্ত্বনাসূচক রায়।

তবে এই রায়ে খুশি কর্ণাটক। রাজ্যের কনসাল ভি কাটারকি নিজের সন্তোষ প্রকাশ করে বলেছেন, তিনি এই রায়ে আনন্দিত। এটিকে তিনি ভারসাম্যপূর্ণ রায় উল্লেখ করে তিনি বলেন সুুপ্রিমকোর্টের বুদ্ধিমত্তার ফলে দুই রাজ্যেই শান্তি ফিরে আসবে।

উল্লেখ্য ২০০৭ সালে কাবেরি ওয়াটার ডিসপুটস ট্রাইবুন্যল কাবেরি বেসিনের ৭৪০ কিউসেক পানির ভাগাভাগি নিয়ে রায় দিলে তামিলনাড়– এবং কর্ণাটক সংক্ষুব্ধ হয়ে আপিল করে। - ইন্ডিয়ান এক্সপ্রেস

  • সর্বশেষ
  • জনপ্রিয়