শিরোনাম
◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে: ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৮ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিকে ভোট দিলে দেশ আগের মতো পিছিয়ে যাবে: এলজিইডি মন্ত্রী

সজিব খান: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিইডি) মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, শেখ হাসিনা সরকার দেশের সার্বিক উন্নয়নে বিশ্বাস করে। নৌকায় ভোট দিলে দেশের উন্নয়ন হয়, দেশের মানুষ শান্তিতে থাকতে পারে।বিএনপিকে ভোট দিলে দেশ আগের মতো সন্ত্রাস ও দুর্নীতিতে ভরে গিয়ে দেশ পিছিয়ে যাবে। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগ কে ক্ষমতায় আনতে হবে।

শুক্রবার সকালে ফরিদপুরের বদরপুরের নিজ বাড়িতে সদর উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ প্রদান এবং নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে এই সরকার দেশের গড় আয় তিন গুণ বাড়াতে সক্ষম হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন মাথাপিছু গড় আয় ছিল ৫৩০ ডলার। যা এখন তিনগুণ বেড়ে দাঁড়িয়েছে ১৬১০ ডলার।

এসময় তিনি নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদের জনগণের কাছে গিয়ে ভোট চাওয়ার আহ্বান জানান তিনি।

পরে এলজিইডি মন্ত্রী সদর উপজেলার ৯২টি প্রাথমিক বিদ্যালয়ে ল্যাপটপ ও ৬২টি নদীভাঙন পরিবারের মাঝে তিন লাখ ১০ হাজার টাকার চেক বিতরণ করেন। সূত্র: এনটিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়