শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাখাইনে রোহিঙ্গাদের আশ্রয় কেন্দ্র পরিদর্শনে বিদেশি প্রতিনিধিরা

হ্যাপী আক্তার : জাতিগত নিধন করতে মিয়ানমারে রোহিঙ্গাদের ওপর চালানো হয় অসহনীয় অত্যাচার। আশ্রয় নিতে রোহিঙ্গারা পাড়ি জমায় বাংলাদেশে। তাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের ওপর চায় দেয় জাতিসংঘসহ বিশ্বের শক্তিশালী দেশগুলো। তারই প্রেক্ষাপটে রোহিঙ্গাদের ফেরত নিতে বাধ্য হয় মিয়ানমার সরকার। সেখানে তাদের স্থায়ীভাবে বসবাসের জন্য তৈরি করা হচ্ছে আশ্রয় কেন্দ্র। রাখাইনে রোহিঙ্গাদের প্রাথমিক আশ্রয়কেন্দ্রগুলো বিদেশি কূটনীতিক ও জাতিসংঘের প্রতিনিধিদলকে ঘুরে দেখিয়েছেন মিয়ানমার কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার, মিশর, জার্মান, নেদারল্যান্ডসহ ১০টি দেশের কূটনীতিক ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা, ইউএনএইচসিআর'র প্রতিনিধি দল এ সফরে অংশ নেন। তাদের সঙ্গে ছিলেন রাখাইন রাজ্যের মুখ্যমন্ত্রী নেই নাই পু ও সমাজকল্যাণ মন্ত্রী উইন মিয়াত আয়ে।

এসময় রাজ্যের মুখ্যমন্ত্রী জানান, রাখাইনের শান্তি ও স্থিতিশীলতার জন্য মিয়ানমার সরকার কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিদেশি প্রতিনিধি দলকে রাখাইনের বর্তমান পরিস্থিতি বিশ্ববাসীর কাছে তুলে ধরারও আহ্বান জানান তিনি।

যদিও সম্প্রতি জাতিসংঘ জানিয়েছে রাখাইনে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিস্থিতি এখনও তৈরি করতে পারেনি মিয়ানমার কর্তৃপক্ষ।

সূত্র : ডিবিসি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়