শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৪ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:০৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তিন তালাকের পক্ষে ভারতে লক্ষাধিক নারীর র‌্যালি

ওমর শাহ: একসঙ্গে তিন তালাক বিরোধী বিল ও তিন তালাক নিয়ে ভারতের রাষ্ট্রপতির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে র‌্যালি বের করেছে ভারতের প্রায় লক্ষাধিক মুসলিম নারী। অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’ বোর্ডের অঙ্গ সংগঠন ‘তাহাফফুজে শরিয়ত মালিগাও’ এর পক্ষ থেকে এ র‌্যালি বের করা হয়। এতে বিভিন্ন শহর থেকে প্রায় লক্ষাধিক মুসলিম নারী অংশগ্রহণ করে। খবর: ডেইলি সিয়াসাত উর্দু

শুক্রবার সংবাদপত্রটির প্রিন্ট ভার্সনের খবরে বলা হয়, বৃহস্পতিবার অল ইন্ডিয়া মুসলিম পার্সনাল ল’ বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ উমরীন মাহফুজ রাহমানীর নেতৃতে পরিচালিত র‌্যালিতে বিভিন্ন নারী সংগঠনগুলোর নেত্রী, লেখক ও মুসলিম নারী স্কলাররাও অংশ নেন। তাদের দাবি, গত ২৮ জানুয়ারি পার্লামেন্টে রাষ্ট্রপতি ‘মুসলিম নারীরা বাদী ও গোলামির শিকার’ আখ্যা দিয়ে তাদের অপমানিত ও লাঞ্চিত করেছেন। শরিয়তে ইসলামিয়ার ওপরই তাদের একমাত্র ভরসা। এসময় তারা মুসলিম আইনে সরকারের হস্তক্ষেপ চেষ্টা বন্ধ করে তিন তালাক বিরোধী বিল বাতিল করার আহ্বান জানান। র‌্যালিটি মালিগাওয়ের এটিটি হাইস্কুলে অনুষ্ঠিত হয়।
এসময় মাওলানা উমরীন মাহফুজ রাহমানী বলেন, বর্তমান সরকার কিছু বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে ও কিছু তথাকথিত মুসলিম নারীর সমর্থণ নিয়ে ইসলামি শরিয়তে হস্তক্ষেপের চেষ্টা করছে। মুসলিম নারীদের প্রতি সহানুভূতির নামে তিন তালাক বিল মুসলিমদের ঘাড়ে চাপিয়ে দেওয়ারও চেষ্টা করছে। অথচ এ আইন সম্পূর্ণ শরিয়তবিরোধী।

উল্লেখ্য, গত ২৮ জানুয়ারি ভারতের রাষ্ট্রপতি পার্লামেন্টের ভাষণে রামনাথ কোবিন্দ বলেছিলেন, কয়েক যুগ থেকেই মুসলিম নারীরা রাজনৈতিক স্বার্থ ও গোলামির শিকার হয়ে আসছিলে। এখন তাদের স্বাধীন করার সুযোগ হয়েছে। তিন তালাক বিল মুসলিম নারীদের জন্য আত্মসম্মান ও সাহসের সঙ্গে চলার অনুপ্রেরণা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়