শিরোনাম
◈ চট্টগ্রামে জুতার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৫৫ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিংগাইরে আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে ইমারত নির্মাণ

সিংগাইর(মানিগঞ্জ)প্রতিনিধিঃ সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নের পালপাড়া গ্রামে আদালতের নির্দেশ অমান্য করে আব্দুল সহিদ (৬০) নামের এক কৃষকের বসত বাড়ি দখলের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী ওই কৃষকের পরিবার-পরিজন ভূমিদস্যু চক্রের ভয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পালপাড়া মৌজার আর এস ৭২৪ ও ৭২৫ দাগের ২৯ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘ ৪০ বছর যাবৎ বসত বাড়ি নির্মাণ করে ভোগ দখল করে আসছেন আব্দুল সহিদ। গত এক মাস আগে প্রতিবেশি নিজামুদ্দিনের জমির মালিকানা দাবী করে মেয়ের জামাই মৃত আলেফের পুত্র রায়হান (৩৪) লোকজন নিয়ে সহিদের বাড়ির গাছ-পালা কর্তন করে। উপায়ন্তহীন সহিদ আদালতের দারস্থ হয়ে স্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করেন।

সিংগাইর সিনিয়র সহকারি জজ আদালতের বিচারক নুশরাত জাহান ওই জমির উপর গত ৬ ফেব্রয়ারি স্থিতি অবস্থা বজায় রাখার নির্দেশ দেন। আদালতের এ আদেশ অমান্য করে চলছে পাঁকা ইমারত নির্মানের কাজ । সরেজমিনে গিয়ে দেখা গেছে, ৪ জন নির্মান শ্রমিক দ্রুত গতিতে ওই জমিতে নির্মাণ কাজ করছে। এ সময় অভিযুক্ত রায়হানের কথা জিজ্ঞেস করলে শ্রমিক সুজন (২৬) জানান, সে বাঘুলী বাজারে গেছে । তার সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দা জালাল (৪৫) ও ফাতেমা (৪০) জানান , আমাদের দেখা এ জমি সহিদ ভোগ দখল করে আসছিল। এখন দেখছি রায়হান লোকজন নিয়ে এ বাড়ির ২ শতাংশ জমি গাছ পালা কেটে নিয়ে সেখানে বিল্ডিং নির্মাণ করছে।

কৃষক সহিদ অভিযোগ করে বলেন, শান্তিপুর পুলিশ তদন্ত কেন্দ্রের কাছেই অবৈধ জবর দখলের ঘটনা ঘটলেও অভিযোগ করে এ অন্যায় বন্ধে পুলিশের কোন সহযোগিতা পাচ্ছি না । আমরা কাজে বাঁধা দিলে পুলিশ উল্টো তাদের পক্ষ নিয়ে হয়রানি করে।
এ ব্যাপারে সিংগাইর থানার শান্তিপুর –বাঘুলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃকামরুজ্জামান বলেন, আমি যতটুকু জানি ওরা নিজেরা কয়েক দফায় বিচার সালিশ করেছেন। তবে কোন আদালতের নিষেধাজ্ঞার কপি হাতে পায়নি। পেলে আইনগত ব্যবস্থা নিবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়