শিরোনাম

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫২ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৫:৫২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জার্মানির ব্যাভারিয়ায় তৈরি হচ্ছে মাছের চামড়ার জুতা

জান্নাতুল ফেরদৌসী: মাছের চামড়া দিয়ে জুতা শুনতে অবাক লাগলেও এমনি ব্যাতিক্রমী ঘটনা ঘটিয়েছেন জার্মানির ২ ভাই ফ্লোরিয়ান ও মাইকেল কপিৎজ। যত্ন ও ডিজাইনে বৈচিত্রের ছাপ রাখা এসব জুতো বেশ টেকসই ও পরতেও আরামদায়ক। সর্বনিম্ন ১ হাজার ইউরোতেই পাওয়া যাবে এসব জুতো, টিকবে অন্তত ২০ বছর। সূত্র: যমুনা টিভি

সাদাসিধে ও চাকচিক্যহীন এ জুতার কারখানাকে ঘিরে এখন তোলপার জার্মানির ব্যাভারিয়া। অবশ্যই জুতা তৈরিতে যে ব্যাতিক্রমী উপাদান ব্যবহৃত হচ্ছে তাতে আলোচনা হওয়ারই কথা। অতীত ধারণা বদলে ফেলে মাছের চামড়া দিয়ে তৈরি হচ্ছে জুতা। পারিবারিকভাবে ৫ প্রজন্ম ধরে জুতা বানানোর পেশায় যুক্ত। সময়ের সঙ্গে তাল মিলিয়ে তাদের পণ্যে এনেছে নতুনত্ব।

২০১৭ সালে মাছের চামড়ার জুতোর প্রচারণা চালান অনলাইনে। মেইলে অভূতপূর্ব সাড়া পায়। তবে মাছের চামড়া নরম ও কোমল হওয়ায় তৈরির সময় যত্ম করতে হয় ১৬ আনা।

কপিৎজ সু প্রধান ফ্লোরিয়ান কপিৎজ বলেন, প্রথমে মাছের চামড়া ছাড়িয়ে নিতে হয়। পড়ে চামড়াতে দেয়া হয় বিভিন্ন রঙের প্রলেপ। তব্যে পণ্য প্রক্রিয়া ততটা সহজ নয়। সাধারণত ৩ থেকে ৭ দিন লাগে একজোড়া জুতা বানাতে। বছরে সর্বোচ্চ ৪৫টি জুতা বানাতে পারি। মাছের চামড়ার তৈরি জুতা অবশ্যই ফ্যাশনে বৈচিত্র আনে। বিভিন্ন প্রজাতির কার্প মাছের চামড়া জুতার মূল উপাদান।

কর্তৃপক্ষ নিষিদ্ধ করেছে তাই জুতা বানানোর জন্য মাছ হত্যা করা হয় না। কেবল বাজার থেকে ছাড়ানো মাছের চামড়া সংগ্রহ করা হয়।

অভিনব এই কাজের জন্য ব্যাভারিয়ার আঞ্চলিক সরকার কপিৎজদের দিয়েছে সম্মাননা। একজোড়া জুতা কিনতে ১ থেকে ২ হাজার ইউরো গুণতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়