শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৯ সকাল
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সরকারি নীতির সঙ্গে অসামঞ্জস্যতায় রাজধানীতে মিলছে না বিদ্যুৎ

ফারমিনা তাসলিম: রাজধানীতে বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনের ৭ দিনের মাথায় সংযোগ দেয়ার কথা থাকলেও নতুন সংযোগ ঠিক সময়ে পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা মনে করেন, সরকারি নীতির সঙ্গে বিতরণকারী প্রতিষ্ঠানগুলোর অসামঞ্জস্যতায় রাজধানীতে বিদ্যুৎ সংযোগ সঠিক সময়ে মিলছে না।

রাজধানীর উত্তরার কিছু বাসায় বিদ্যুৎ সংযোগ না পাওয়াতে পাশের বাড়ি থেকে তার টেনে তাদের বিদ্যুতের চাহিদা মেটাতে হয়। গত কয়েক বছর ধরে বেশ কয়েক দফা চেষ্টা করেও নতুন সংযোগ পেতে ব্যর্থ হয়েছে তারা। সবশেষ গত ডিসেম্বর মাসে আবারও আবেদন করে, তবে এখন পর্যন্ত কেবল অপেক্ষা আর আশ্বাসই তাদের একমাত্র সম্বল।

ভুক্তভোগী মতিউর রহমান বলেন, ‘আমার ভাইয়ের বাড়ি থেকে তার টেনে লাইন এনেছি। আমি কয়েকবার চেষ্টা করে বিদ্যুৎ সংযোগ নিতে ব্যর্থ হয়েছি।’

সরকারের নির্দেশনা অনুযায়ী গ্রাহকের আবেদনের ৭ দিনের মধ্যে নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার কথা। কিন্তু আবেদনের সঙ্গে প্রায় ১৫ ধরনের কাগজপত্র সংযুক্ত করতে গিয়ে নানা ধরনের জটিলতা এবং গ্রাহককে বিভিন্ন ধরনের হয়রানির শিকার হতে হচ্ছে। এছাড়া বিদ্যুৎ সংযোগের ক্ষেত্রে দালালদের দৌরাত্ম্যের অভিযোগ রয়েছে। সব মিলিয়ে আবেদনের পর পেরিয়ে যায় মাসের পর মাস, কিন্তু মেলে না বিদ্যুতের নতুন সংযোগ।

ভুক্তভোগীরা জানান, ‘চার মাসের মতো চলে গেছে। কিন্তু বিদ্যুৎ দিচ্ছি বা দিবো বলে আর সংযোগ দেওয়া হয় না তাদের। বারবার আবেদন করার পরও কোনো সমাধান হচ্ছে না।'

আরেকজন ভুক্তভোগী বলেন, 'সরকারি নিয়মনীতি মেনেই আবেদন করছি কিন্তু সংযোগ পাচ্ছি না। আমি এখন অন্য বাড়ি থেকে বিদ্যুৎ নিচ্ছি। যেটা সম্পূর্ণ অবৈধ। এভাবে বিদ্যুৎ নিতে চায় না।'

বিতরণ কোম্পানিগুলোর সক্ষমতায় ঘাটতি থাকার কারণে নির্ধারিত সময়ে বিদ্যুতের নতুন সংযোগ দেয়া সম্ভব হয় না বলে মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘আসলে বিদ্যুতের লাইন দিতে তিন দিন লাগে। কারণ তাদের চৌদ্দ গোষ্ঠির পরিচয়ের তো দরকার নেই একটা বিদ্যুতের লাইন নিতে গেলে। ভোটার আইডি আছে এটাই যথেষ্ট। স্মার্টভাবে চিন্তা করা, বলার অপেক্ষা রাখে না প্রক্রিয়া হতে সময় লাগবে।’

বিশেষজ্ঞরা জানান, অনিয়মের সুযোগ করতেই নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে বিভিন্ন কাগজপত্রের নামে গ্রাহক হয়রানি করছে বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো।

বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ‘যেসব কাগজের অজুহাতে সংযোগ দিতে দেরি করা হচ্ছে। কিন্তু টাকা দিলে কাগজের গুরুত্ব বা প্রয়োজনীতা কমে যায়।’

সবার জন্য বিদ্যুৎ সরবরাহে সরকারের নীতির সঙ্গে বিতরণ প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম পুরোপুরি সামঞ্জস্যপূর্ণ নয় বলেও মনে করেন বিশেষজ্ঞরা। সূত্র : সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়