শিরোনাম
◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০১:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অরুণাচলে মোদির সফরে ক্ষুব্ধ চীন

সান্দ্রা নন্দিনী: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অরুণাচল প্রদেশ সফর করায় ক্ষোভ প্রকাশ করেছে প্রতিবেশী চীন। বৃহস্পতিবার ভারতকে সতর্ক করে দিয়ে চীন বলেছে, নয়াদিল্লির এমন কোনও কাজ করা উচিত হবে না যাতে পরিস্থিতি জটিল আকার ধারণ করে।

 

অরুণাচল নিয়ে ভারত ও চীনের বিরোধ দীর্ঘদিনের। চীন অরুণাচলকে ‘দক্ষিণ তিব্বত’ হিসেবে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে। যদিও অঞ্চলটি ভারতের নিয়ন্ত্রণে রয়েছে। ভারতীয় দাবি প্রতিষ্ঠা করার জন্য সেখানে ভারতের কোনও নেতার সফর মেনে নিতে চায় না চীন।

 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গেং শং বলেন, ‘চীন-ভারত সীমান্ত বিরোধ নিয়ে চীনের অবস্থান সুষ্পষ্ট। চীন সরকার কখনোই তথাকথিত অরুণাচল প্রদেশকে ভারতের হিসেবে স্বীকৃতি দেয়নি। চীন একই সঙ্গে ওই এলাকায় ভারতীয় নেতাদের সফরের বিরোধী। আমরা ভারতের কাছে এর তীব্র প্রতিবাদ জানাবো।’

 

গেং শং আরও জানান, চীন ও ভারতের ভেতর সীমান্ত বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধানের জন্য একটি গুরুত্বপূর্ণ সমঝোতা হয়েছে। ভারতের উচিত না এমন কিছু করা যাতে পরিস্থিতি খারাপ হয়। চীন আশা করে ভারত সমঝোতা মেনে চলবে।

 

গতবছর চীন ও ভারতের সেনা বাহিনী সীমান্তে মুখোমুখি অবস্থান নিয়েছিল। ১৯৬২ সালে সীমান্ত বিরোধের জেরে চীন –ভারত যুদ্ধে জড়িয়েছিল।

 

এদিকে অরুণাচল সফর সম্পর্কে মোদি টুইটারে লিখেছেন, ‘অরুণাচল সফর ও সেখানকার চমৎকার মানুষদের সঙ্গে দেখা করে আমি খুব খুশি।’ অরুণাচলের রাজধানী ইটানগরে মোদি একটি সম্মেলনকেন্দ্র উদ্বোধন করেছেন। সেখানে তিনি জানান, প্রাদেশিক সরকার উন্নয়নের জন্য ২০২৭ সাল পর্যন্ত চমৎকার পথনকশা তৈরি করেছে। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়