শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৬ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঢাকায় বসে তারেক রহমানের বক্তব্য শুনলেন নেতারা

মাঈন উদ্দিন আরিফ: দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির ঘোষিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছে বিভিন্ন শ্রেণির পেশাজীবীরা। একই সঙ্গে বিএনপিকে পেশাজীবীদের পরামর্শ দিয়ে তারা বলেছেন, শুধু খালেদা জিয়ার মুক্তির জন্য গণতান্ত্রিক আন্দোলন না, খেয়াল রাখতে হবে আওয়ামী লীগ যেন খোলা মাঠে গোল না দিতে পারে।

বৃহস্পতিবার বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ২ ঘণ্টা গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১৪ টি পেশাজীবী সংগঠনের সঙ্গে বৈঠক করে বিএনপি।

বিএনপি সমর্থিত পেশাজীবী নেতাদের সঙ্গে বৈঠকে টেলিফোনের মাধ্যমে লন্ডন থেকে তাদের উদ্দেশ্যে বক্তব্য রেখেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

বৈঠক সূত্রে জানা গেছে, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেশাজীবী নেতাদের প্রতি আহবান জানিয়ে বলেছেন, তারা যেন শুধু বিএনপির আন্দোলনে সমর্থণ কিংবা সক্রিয় ভাবে অংশ গ্রহণ না, নিজ নিজ সংগঠন থেকে তাদের পেশার জায়গা ঠিক রেখে কর্মসূচি গ্রহণ করে এবং তা চালিয়ে যায়।

রুদ্ধদ্বার এই বৈঠকে দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারা অন্তরীনের পর দলের কর্মকৌশল কী হওয়া উচিৎ তা নিয়ে পেশাজীবী নেতারা পরামর্শমূলক বক্তব্য রাখেন।

বিএনপিকে পরামর্শ দিয়ে পেশাজীবীরা বলেন, খালেদা জিয়াকে মুক্তি করার আন্দোলন, গণতন্ত্র আদায় ও দেশের মানুষের ভোটের অধিকার আদায়ের আন্দোলনের সাথে সাথে খেয়াল রাখতে হবে যে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার যেন খোলা মাঠে গোল না দিতে পারে, সেই দিকে খেয়াল রাখতে হবে। বৈঠকে থাকা কয়েকজন পেশাজীবী নেতার সঙ্গে কাথা বলে এমনই তথ্য জানা জায়।

তারা বলেন, বিএনপি মাহাসচিবসহ দলের স্থায়ী কমিটির সদস্যরা আমাদের পরামর্শ শুনেছেন ও নোট করেছেন এবং বলেছেন, তাদের দলীয় বৈঠকে তারা এগুলো তুলবেন। মির্জা ফখরুল তাদের আরো বলেছেন, আপনাদের (পেশাজীবী) পরামর্শ বিএনপির আগামী দিনের পথাচলা আরো বেগবান করবে।

পেশাজীবী নেতাদের মধ্যে শিক্ষাবিদ সদরুল আমিন, আফম ইউসুফ হায়দার, সাহিদা রফিক, তাজমেরী এ ইসলাম, ফিরোজা খাতুন, আখতার হোসেন খান, সেলিম ভুঁইয়া, চিকিৎসক আবুল কায়েস ভুঁইয়া, সিরাজউদ্দিন আহমেদ, আবদুল মান্নান মিয়া, একেএম আজিজুল হক, আবদুল কুদ্দুস, ফরহাদ হালিম ডোনার, ফাওয়াজ হোসেন শুভ, জাহানারা বেগম, প্রকৌশলী আনহ আখতার হোসেইন, আবদুল হালিম, রিয়াজুল ইসলাম রিজু, কৃষিবিদ ইবরাহিম মিয়া, আনোয়ার উন নবী মজুমদার বাবলা, শামীমুর রহমান শামীম, সাংবাদিক শওকত মাহমুদ, রহুল আমিন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, বাকের হোসাইন, কন্ঠ শিল্পী মনির খান প্রমূখ উপস্থিত ছিলেন।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে ও সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য সচিব এজেডএম জাহিদ হোসেনের পরিচালনায় সভায় স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল প্রমূখ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়