শিরোনাম
◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ চেক প্রতারণার মামলায় ইভ্যালির রাসেল-শামিমার বিচার শুরু ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ প্রফেসর ইউনূসকে প্রদত্ত "ট্রি অব পিস" প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য: ইউনূস সেন্টার ◈ নির্বাচনী বন্ড কেবল ভারত নয়, বিশ্বের সবচেয়ে বড় কেলেঙ্কারি: অর্থমন্ত্রীর স্বামী ◈ কুড়িগ্রামে অর্থনৈতিক অঞ্চলের স্থান পরিদর্শন করে দেশে ফিরলেন ভুটানের রাজা ◈ জনগণকে সংগঠিত করে চূড়ান্তভাবে বিজয় অর্জন করতে হবে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

লেখক পাঠকদের মিলনমেলায় বাঙালীর প্রাণের বইমেলা

রাজু আনোয়ার: সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠেছে অমর একুশের বইমেলা। বাংলা একাডেমি আয়োজিত প্রাণের এ মেলায় যতদিন যাচ্ছে বইপ্রেমিদের সংখ্যা ততই বাড়ছে। পাঠকেরা ঊচ্ছাস নিয়ে বই কিনতে ভিড় জমান বিভিন্ন স্টল গুলোয়। শিশু যুবক থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষের পদচারনায় মুখরিত এখন মেলা প্রাঙ্গণে।

মেলায় এসে জনপ্রিয় লেখকদের সাথে দেখা করার বাসনাও থাকে পাঠকদের। মেলার বিভিন্ন স্টলে এখন সময় দিচ্ছেন আনিসুল হক, জাফর ইকবাল, মুনতাসীর মামুন, ইমদাদুল হক মিলন সহ বিভিন্ন নবীন-প্রবীণ লেখকেরা।

বইমেলার ১৫তম দিনে গতকাল তাম্রলিপির স্টলের সামনের খোলা জায়গায় লেখক ড. জাফর ইকবালকে ঘিরে দর্শক-পাঠকদের ভিড় ছিল উপচেপড়া। প্রিয় লেখকের সাথে সেলফি তোলা এবং অটোগ্রাফ নিতে পেরে তাদের আনন্দ আর ধরে না। তাম্রলিপিতেও বই বিক্রির ধুম পড়ে যায়। তারা জাফর ইকবালের লেখা বিভিন্ন বই কিনে দলিল রেজিষ্ট্রির মতোই যেন বই রেজিষ্ট্রি করতে নিয়ে যান প্রিয় লেখকের কাছে। এ প্যাভিলিয়নে জাফর ইকবালের লেখা ‘সাইক্লোন’ ‘ রাশা’ বই দুটি বিক্রি হচ্ছিল দেদারছে। সন্ধ্যায় মোড়ক উন্মোচন মঞ্চে আপন প্রকাশ থেকে প্রকাশিত লেখিকা পারভীন রেজার কাব্যগ্রন্থ ‘নোনাজল’ এর মোড়ক উন্মোচন করেন তথ্যমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. আবুয়াল হোসেন। এসময় তিনি বলেন, ১১৩টি কবিতা নিয়ে লেখা এ কাব্যগ্রন্থটির বিভিন্ন কবিতা পড়ে মনে হচ্ছে পারভীন রেজার লেখায় তথ্য আছে, আবেগ আছে, আনন্দ আছে। ইতোমধ্যে তার আরো ৭টি বই প্রকাশিত হয়েছে। আশাকরি এ বইটি পড়ে পাঠক সমাজ উপকৃত হবে।

বইমেলার ১৫ তম দিনে মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘আরাকান রাজসভায় বাংলা সাহিত্য’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক গোলাম মুস্তাফা। আলোচনায় অংশ নেন আহমদ কবির, সৈয়দ মোহাম্মদ শাহেদ এবং এম আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক মোহাম্মদ আবদুল কাইউম। সন্ধ্যায় ছিল সাংস্কৃতিক পরিবেশনা। আলোচকবৃন্দ বলেন, আরাকান সংযোগের ফলে বাংলাসাহিত্য নতুন সৃষ্টিসম্ভারে ঋদ্ধ হয়েছে। নতুন ভাব-আঙ্গিকে আমাদের সাহিত্য বিচিত্র ও বর্ণময় হয়ে উঠেছে। ধর্মনির্ভর চিন্তার আধিপত্য ছেড়ে বাংলা সাহিত্য মানুষের মর্ত্যজীবনের আশা-আকাক্সক্ষার বাহন হয়ে উঠেছে। বাংলাদেশের ভূখণ্ডে রচিত না হলেও এই সাহিত্যসৃষ্টিগুলো আমাদের সাহিত্য-ইতিহাসের ধারার সঙ্গে সম্পর্কিত হয়ে আছে।গতকাল মেলায় আসে মোট ২৪৪টি নতুন বই। এর মধ্যে মোড়ক উন্মোচন হয় ৩০টি বইয়ের। আজ মেলা শুরু হবে সকাল ১১ টা থেকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়