শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০৮ রাত
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এখন দুর্নীতির খনি পাওয়া গেলেও বিচার হচ্ছে না : ড. আসিফ নজরুল (ভিডিও)

শুভ মাহফুজ: এ সরকারের আমলে দুর্নীতির খনি পাওয়া গেলেও তাদের কোনো বিচার হচ্ছে না।  টিভিএনকে দেয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল। তিনি বলেন, এ সরকারের আমলে বাংলাদেশ ব্যাংকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের ঘটনা ঘটেছে। যেখানে সরকারপন্থীরা জড়িত থাকার প্রমাণ থাকলেও তাদেরকে কখনো গ্রেফতারও করা হয়নি। সেখানে দুই কোটি টাকার মামলায় বেগম জিয়ার সাজা হয়েছে। অথচ সে টাকা এখনো ব্যবহারও করা হয়নি।

আসিফ নজরুল বলেন, দেশের সিংহভাগ মানুষ যদি মনে করতো, খালেদা জিয়ার যে সাজা হয়েছে সেটার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে বিএনপির জন্য বড় ধরনের সমস্যা হতো। কিন্তু এই ধরনের রাজনৈতিক মামলা বাংলাদেশের মানুষ রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই দেখে। কারণ বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধেও দুর্নীতির মামলা হয়েছিল। যে মামলায় তার কারাদণ্ড ও হয়েছিল। দণ্ড ভোগের পর তিনি বেরিয়ে এসে আগের চেয়ে বেশি জনপ্রিয় নেতা হয়েছিলেন। অথচ তখনো এইরকম প্রচারণা চালানো হয়েছে যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে যে দুর্নীতি মামলা হয়েছে সেটা সত্যি। কিন্তু মানুষের উপলব্ধিতে সেটা বিশ্বাস যোগ্য হয়নি। বেগম খালেদা জিয়ার মামলাও মানুষ সত্য হিসেবে বিশ্বাস করছে না।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক বলেন, সরকার যদি মনে করে, দুর্নীতিবিরোধী পদক্ষেপের অংশ থেকেই বেগম জিয়ার সাজা হয়েছে। তাহলে সাধারণ মানুষের কাছে এটা আরো হাস্যকর হিসেবে বিবেচিত হবে। কারণ যে সময়ে এই মামলা হয়েছে সে সময়ে বর্তমান প্রধানমন্ত্রীর বিরুদ্ধেও অনেকগুলো মামলা হয়েছিল। একই সময়ে বেগম জিয়ার বিরুদ্ধে করা মামলাগুলো চলমান থাকলেও ক্ষমতা থাকায় প্রধানমন্ত্রীর সব মামলা প্রত্যাহার করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়