শিরোনাম
◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা ◈ যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরের তলদেশ দিয়ে ইরান থেকে গ্যাস আনবে ভারত

রাশিদ রিয়াজ : তিন দিনের ভারত সফরে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। এ সফরে ইরানের চবাহার বন্দর উন্নয়নে দু’দেশের মধ্যে ৫০ কোটি ডলারের চুক্তি ছাড়াও সাগরের তলদেশে পাইপলাইনের মাধ্যমে ইরানের গ্যাস ভারতে আনার সম্ভাব্যতা নিয়েও আলোচনা হবে। এছাড়া ভারত সফরের সময় দুই দেশের মধ্যে অন্তত ১৫টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। পাকিস্তানকে এড়িয়ে ইরান হয়ে মধ্যএশিয়া ও আফগানিস্তানে যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে ভারত। এজন্যে রুহানির ভারত সফর গুরুত্বপূর্ণ।

শনিবার রুহানি নয়া দিল্লি যাবেন। ভারতের প্রেিিসডেন্ট রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করবেন। দুটি দেশের মধ্যে এসব বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা ইস্যু প্রাধান্য পাবে। ইরানের ফারাজাদ-বি গ্যাস ক্ষেত্রে ভারতীয় বিনিয়োগ নিয়েও আলোচনা হবে। দুটি দেশের মধ্যে চলতি অর্থবছরে বাণিজ্যের পরিমাণ রয়েছে ১২.৮৯ বিলিয়ন ডলার। ভারত ইরান থেকে সাড়ে ১০ বিলিয়ন ডলার পণ্য আমদানি ও রফতানি করে ২.৪ বিলিয়ন ডলারের পণ্য।

বৃহস্পতিবার হায়দারাবাদ বিমানবন্দরে প্রেসিডেন্ট হাসান রুহানিকে স্বাগত জানান, তেলাঙ্গানা রাজ্যের গর্ভনরসহ উচ্চপদস্থ কর্মকর্তারা। এ সময় হায়দারাবাদে বসবাসকারী বিপুল সংখ্যক ইরানিও তাকে স্বাগত জানান। ভারতের আলেমদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হায়দারাবাদ মক্কা মসজিদে জুমার নামাজ আদায় এবং সেখানে সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখবেন রুহানি। কুতুব মিনার পরিদর্শনেও যাবেন তিনি। মেহর নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়