শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৭ দুপুর
আপডেট : ১৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৪৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতিসংঘ বরাবর অনলাইনে আবেদন

শাহানুজ্জামান টিটু : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে জাতিসংঘ বরাবর একটি অনলাইনে পিটিশন চালু হয়েছে। গত ১২ ফেব্রুয়ারি এই পিটিশন করা হয় অনলাইন পিটিশন সাইট চেঞ্জ ডটঅর্গে (https://www.change.org/p/united-nations-release-bangladesh-s-main-opposition-leader-khaleda-zia) ইতোমধ্যে আবেদনটিতে প্রায় ৮ হাজার মানুষ স্বাক্ষর করেছেন। যে কেউ এখানে স্বাক্ষর ও তার ব্যক্তিগত মতামত লিখতে পারবেন। শেয়ার করতে পারবেন ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে।

জাতিসংঘ বরাবর করা এই পিটিশনে লেখা হয়েছে, বাংলাদেশের প্রধান বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার মুক্তি, বাংলাদেশে সুশাসনের পক্ষে প্রচারণা। গত ৮ ফেব্রুয়ারি সাবেক এই প্রধানমন্ত্রী একটি দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর তাকে পুরানো ঢাকার নাজিমউদ্দিন রোডের কারাগারে রাখা হয়েছে। তাকে মুক্তির লক্ষ্যে দলটির পক্ষ থেকে সারাদেশে অহিংস নানা কর্মসূচি পালন করা হচ্ছে। চলতি সপ্তাহেও গণস্বাক্ষরসহ তিন দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি অনলাইনেও তৎপরতা চালাচ্ছেন তার সমর্থকরা।

অ্যাডভোকেসি ফর গুড গভর্নেন্স ইন বাংলাদেশের ব্যানারে করা পিটিশনটিতে দাবি করা হয়েছে, বাংলাদেশের বর্তমান সরকার ষড়যন্ত্র করে মিথ্যা মামলায় খালেদা জিয়াকে কারাবন্দি করেছে।

ফেসবুকে অনেকেই এই পিটিশনটি শেয়ার করেছেন। পেজটিতে সেলিম সাঈদ নামে এক ব্যক্তি লিখেছেন-আমি স্বাক্ষর করছি কারণ, আমি বিশ্বাস করি বাংলাদেশের বিচার বিভাগ স্বাধীন ও ন্যায্য নয়।

আহমেদ ওয়াসিম লিখেছেন- আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (নির্দোষ নেতা)। এই ধরনের দুর্নীতি জড়িত ছিলেন না। হাসিনা সরকার কর্তৃক আদালত নিয়ন্ত্রিত। বেগম জিয়া শীঘ্রই মুক্ত হবে। উত্তম কুমার নামে এক ব্যক্তি লিখেছেন- মাত্র ২ কোটি টাকার মিথ্যা মামলার জন্য যদি ৫ বছর কারাদ- হয়, তা হলে শেয়ারবাজার, হলমার্ক, ডেসটিনি, সোনালি ব্যাংক, বেসিক ব্যাংক, ফারমার্স ব্যাংক, জনতা ব্যাংকের হাজার হাজার কোটি টাকা এবং ৯ বছরে ১৩ লাখ কোটি টাকা লুটপাটের অপরাধে কত বছরের কারাদ- হওয়া উচিত?
পিটিশনের শেষে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বাংলাদেশ সরকারের ওপর চাপ দেয়ার জন্য জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক সংগঠনের প্রতি আহ্বান জানানো হয়েছে । তবে জাতিসংঘে বিষয়টি উত্থাপনে ঠিক কত হাজার স্বাক্ষর প্রয়োজন বা আদৌ এ ধরনের পিটিশন জাতিসংঘ গ্রহণ করে কিনা তা পিটিশনের কোথাও উল্লেখ করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়