শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৩ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুশফিক পারলেও পারলেন না মাহমুদুল্লাহ (সরাসরি ভিডিও)

এল আর বাদল : মিরপুরে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দুই ম্যাচ সিরিজের প্রথম টি-২০ ম্যাচ। ইতোমধ্যে টস সম্পন্ন হয়েছে। স্বাগতিক বাংলাদেশ টস জিতে ব্যাটিং নিয়েছে।

ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ে ও শ্রীলঙ্কার বিপক্ষে জয় দিয়ে দেশের মাটিতে বছরের শুরুটা ভালভাবেই করেছিল বাংলাদেশ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ হেরে খারাপটাও দেখে ফেলেছে টাইগাররা।

তবে ম্যাচ খেলতে নামার আগেই বাংলাদেশের শিবিরে ধাক্কা দিয়েছে ইনজুরি। টেস্ট ও টি-টুয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইনজুরিতে পড়ে ছিটকে গেছেন আগেই। আর দলের অন্যতম সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহীমও পেয়েছেন চোট।

বাংলাদেশ দলে আজ অভিষেক হয়েছে চার তরুনের। আফিফ, জাকির, নাজমুল এবং আরিফুল জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নেমেছে আজ। দলীয় ৪৯ রানে ও ব্যক্তিগত ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির হাসান। মাঠে নেমেছেন মুশফিকুর। সৌম্যকে সাথে নিয়ে গড়েছেন বড় পার্টনারশিপ।৫১ রানে ফিরে গেছেন সৌম্য সরকার। ক্রিজে এসে থিতু হওয়ার আগেই দূর্ভাগ্যজনক আউট হন অভিষিক্ত আফিফ।

দুই ভাইরার জুটিও ভালোভাবেই মোকাবেলা করছে লঙ্কান বোলারদের। ৩০ বলে ৫১ রানের জুটি গড়ে এখনো ক্রিজে আছেন মুশফিক ও মাহমুদুল্লাহ। ৪৭ বলে ৭৩ রানের এ টি ভাঙেন ইসুরু উদানা।

প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৮ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭৩ রান। ১০ রানে ফিরে গেছেন অভিষিক্ত জাকির। সৌম্য ৫১ রানে ও আফিফ ০ রানে। ৪৩ রানে ফিরে যান অধিনায়ক। ক্রিজে মুশফিক ৫১ ও সাব্বির ০ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়