শিরোনাম
◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৮ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

‘রিয়াল দেখিয়ে দিয়েছে কীভাবে খেলতে হয়’

স্পোর্টস ডেস্ক: ম্যাচ শেষ হয়ে গেছে মাত্র কিছুক্ষণ হলো। ক্লান্ত-বিধ্বস্ত নেইমার ধীরে ধীরে মাঠ ছেড়ে টানেলে চলে যাচ্ছেন। ওদিকে বার্নাব্যুর গর্জনকে আরেকটু উসকে দিতে ব্যস্ত রোনালদোরা। মাত্রই পিএসজিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে রিয়াল মাদ্রিদ। আরও একবার প্রমাণ করেছে, চ্যাম্পিয়নস লিগ এলেই ‘লস ব্লাঙ্কো’রা হয়ে ওঠে অন্য দল।

ম্যাচের শুরুটা ভয় পাইয়ে দিয়েছিল রিয়ালকে। ম্যাচে প্রথমে তো এগিয়ে গিয়েছিল প্যারিসের দলটিই। কিন্তু ধীরে ধীরে চাপ সামলে ঠিকই ম্যাচে ফিরেছে ১২ বারের চ্যাম্পিয়নস লিগজয়ীরা। প্রথমার্ধের ৪৫ মিনিটে সমতায় ফিরে দ্বিতীয়ার্ধে আরও দুই গোল। এমন চাপের ম্যাচ কীভাবে খেলতে হয়, সেটাই যেন দেখাল রিয়াল। অধিনায়ক সার্জিও রামোস তো আর শুধু শুধু বলেননি, ‘এটা খুব গুরুত্বপূর্ণ একটা জয়। চ্যাম্পিয়নস লিগের রাতগুলোই আপনি সব সময় মনে রাখতে চাইবেন। আর আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে খেলতে হয়।’

এ জয় দিয়ে সমালোচকদের একহাত নিলেন রামোস। লিগে চতুর্থ স্থানে আছে রিয়াল। কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে পুঁচকে প্রতিপক্ষের কাছে হেরে। পিএসজির বিপক্ষে ভঙ্গুর রক্ষণ নিয়ে রিয়াল কী করে, এ নিয়ে সন্দিহান ছিলেন সবাই। অনেকেই পিএসজিকেই জিতিয়ে দিচ্ছিলেন ম্যাচের আগেই। রামোস তাই আবারও সতর্ক করলেন সবাইকে, ‘আমরা ব্যক্তিত্ব, দৃঢ়তা বুঝিয়ে দিয়েছি এবং আবারও প্রমাণ করেছি, আমাদের নিয়ে যত কথাই বলা হোক না কেন, মাদ্রিদ শেষ হয়ে গেছে, এটা কখনো ভাবা ঠিক না।’ প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়