শিরোনাম
◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পারমাণবিক নিরস্ত্রিকরণ ছাড়া উত্তর কোরিয়ার সাথে আলোচনা নয় : পেন্স

আসিফুজ্জামান পৃথিল: উত্তর কোরিয়ার সাথে আলোচনার সকল পথ খোলা আছে, কিন্তু এজন্য তাদের অবশ্যই পারমানবিক নিরস্ত্রীকরণের মধ্য দিয়ে আসতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। একই সাথে তিনি উত্তর কোরিয়াকে এই গ্রহের সবথেকে নিষ্ঠুর এবং নিপীড়ক শাসনব্যাবস্থা বলে উল্লেখ করেন তিনি। এক্সিওস নিউজ আউটলেটকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পেন্স।

উত্তর কোরিয়া নিজেদের উচ্চভিলাসী অস্ত্র কর্মসূচী থেকে সরে না আসা পর্যন্ত যুক্তরাষ্ট্র কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত থাকবে বলে জানান পেন্স। পেন্সের এই মন্তব্যের ফলে শীতকালীন অলিম্পিককে ঘিরে তৈরি হওয়া শান্তি আলোচনার সম্ভাবনা খানিকটা ফিকে হয়ে এলো।

আলোচনার অর্থ দরকষাকষি নয় উল্লেখ করে পেন্স বলেন, ‘আলোচনার অর্থ পরস্পরকে বোঝা। আর আমাদের প্রেসিডেন্ট এটা পরিষ্কার করেছেন তিনি সর্বদাই আলোচনায় আগ্রহী। তাই নিজেদের নীতি অটুট রেখে যেকোন সময় আমরা আলোচনায় বসতে পারি।’

শীতকালীন অলিম্পিকে যোগ দিতে কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া সফর করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। সেখানে দক্ষিণের প্রতিনিধিদের সাথে আলোচনায় বসলেও উত্তর কোরিয়ার সাথে কোন আলোচনায় বসেননি তিনি। এমনকি উত্তরের প্রতিনিধি দলকে সাধারণ অভিবাদন জানানো থেকেও বিরত থাকেন তিনি। এই দলের সদস্য ছিলেন উত্তর কোরিয়ার রাষ্ট্রপতি কিম জং উন এর বোন কিম ইয়ো জং। রয়টার্স

  • সর্বশেষ
  • জনপ্রিয়