শিরোনাম

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নওয়াজ পরিবারের দেশ ত্যাগে বাধা প্রদানে পাকিস্তান স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এনএসির অনুরোধ

ইমরুল শাহেদ : পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পরিবারের কয়েক জন সদস্য যাতে দেশের বাইরে যেতে না পারেন, সেজন্য তাদের নাম এক্সিট কন্ট্রোল লিস্ট (ইসিএল)-এর অন্তর্ভুক্ত করতে ন্যাশনাল এ্যাকাউন্টিবিটি ব্যুরো (এনএবি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

স্বরাষ্ট মন্ত্রণালয়ের কাছে পাঠানো এক পত্রে বলা হয়েছে, নওয়াজ শরীফ, তার মেয়ে মরিয়ম নওয়াজ এবং ক্যাপ্টেন (অব.) সফদারের নাম ইসিএলে স্থান দেওয়ার অনুরোধ করেছে। কারণ তাদের বিচার কাজ প্রায় শেষ পর্যায়ে এবং তারা যে কোনো সময় বিদেশে পালিয়ে যেতে পারেন।

এনএবি থেকে আলাদাভাবে দুটি পত্র পাঠানো হয়েছে। একটিতে নওয়াজ শরীফের নাম বলা হয়েছে। উল্লেখ করা হয়েছে তিনি আজিজিয়া মিলস, ফ্ল্যাগশিপ এবং এভেনফিল্ড মামলায় অভিযুক্ত।

দ্বিতীয় পত্রে মরিয়ম নওয়াজ শরীফ এবং তার স্বামী ক্যাপ্টেন (অব.) সফদারকে এভেনফিল্ড মামলায় অভিযুক্ত করা হয়েছে।

এছাড়া বুধবার এনএবির রাওয়ালপিন্ডি ব্যুরো নওয়াজ শরীফ, তার দুই সন্তান হাসান ও হোসেন নওয়াজের বিরুদ্ধে আল-আজিজিয়া স্টিল মিলস, হিল মেটাল এস্টাবলিশমেন্ট ও ফ্ল্যাগশিপ মামলায় আরো রেফারেন্স উপস্থাপন করেছে। এসব রেফারেন্সগুলো এনএবির তদন্তের সময় পাওয়া গেছে এবং উপস্থাপননের এনএবির চেয়ারম্যান বিচারপতি জাভেদ ইকবাল অনুমোদন করেছেন। সূত্র : ডেইলি পাকিস্তান

  • সর্বশেষ
  • জনপ্রিয়