শিরোনাম
◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৬ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:২৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতে কোটিপতি হিরে ব্যবসায়ী মোদির ১১ হাজার কোটি টাকার জালিয়াতি

রাশিদ রিয়াজ : ভারতের দ্বিতীয় বৃহত্তম সরকারি ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের মুম্বাই শাখায় ১১ হাজার ৩০০ কোটি টাকার জালিয়াতি ধরা পড়েছে। দেশটির গোয়েন্দা সংস্থা সিবিআই-এর কাছে অভিযোগ দায়ের করেছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। এধরনের বিশাল ব্যাংক জালিয়াতির জন্যে অভিযুক্ত করা হয়েছে হিরে ব্যবসায়ী নীরব মোদিকে। নীরব মোদি, তাঁর স্ত্রী, ভাই, মামার বিরুদ্ধেও অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগ জানান হয়েছে নীরব মোদির অলঙ্কার সংস্থার বিরুদ্ধেও। নিয়ম ভেঙে বিরাট অঙ্কের ঋণের গ্যারান্টি হাতিয়ে নেয় নীরবের সংস্থা ফায়ারস্টার ডায়মন্ড। সেই নথি দেখিয়ে ভারতীয় ব্যাঙ্কের বিদেশের শাখা থেকে ঋণ নেয় সে। টাইমস অব ইন্ডিয়া

যে ১১ হাজার ৩০০ কোটি টাকার ভুয়ো নথি জমা পড়েছে তা ব্যাংকটির মোট পুঁজির প্রায় এক তৃতীয়াংশ। পিএনবি-র কয়েকজন কর্মী নিয়ম ভেঙ্গে নগদ বন্ধক না রেখেই ঋণ গ্যারান্টির এ সুবিধা দেন। পিএনবি’র ১০ কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। নীরব মোদির বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। ইতিমধ্যে ২১টি স্থানে তল্লাশী চলেছে। তার মধ্যে রয়েছে নীরব মোদির আটটি বাড়ি। নীরব মোদি ২০১১ সালে ঋণ চেয়ে আবেদন করার পর পিএনবি’র ডেপুটি ম্যানেজার গোলকনাথ শেঠি তাকে এধরনের নিয়মবহির্ভুত ঋণ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করেন।

পিএনবি’র এ জালিয়াতি ব্যাংকটির গত অর্থবছরের লাভের ৮ গুণ বেশি। ওই বছর ব্যাংকটি লাভ করে ১৩’শ ২৫ কোটি টাকা। একই সঙ্গে এ জালিয়াতি ব্যাংকটির বাজার মুলধনের এক তৃতীয়াংশ। জালিয়াতির ঘটনা জানাজানি হলে পিএনবি’র বাজার সূচক পড়ে যায় ১০ ভাগ। এর আগে ব্যাংকটির ইকুইটিতে ভারত সরকার ৫ হাজার ৪৭৩ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়