শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৮ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:৩৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গৃহবধূকে হত্যার অভিযোগে ঠাকুরগাঁওয়ে আটক ২

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মুনছুরা আক্তার (২২) নামের এক গৃহবধূকে ৩ দিন ঘরে আটকে রেখে নির্যাতনের পর মুখে বিষ ঢেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ গৃহবধূর স্বামী ও শ্বশুরকে আটক করেছে।

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত মুনছুরা ভানোরের কলন্দা করিয়া গ্রামের মাসুদ রানার স্ত্রী।

গৃহবধূর মা রজিনা বেগম ও ফুপাতো ভাই আলমগীর অভিযোগ করেন, রুবেল ও তার পরিবারের লোকজন দীর্ঘদিন ধরে মুনছুরা বেগমকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন। গত কয়েকদিন ধরে তাকে ঘরে বন্দি করে রেখে খাওয়া-দাওয়া বন্ধ করে দেয়। তার বাবা-মার সঙ্গেও যোগাযোগ করতে দেয়নি।

নিহতের মা রজিনা বেগম বলেন, বুধবার বিকেলে এক প্রতিবেশীর মোবাইল ফোনে সংবাদ পেয়ে আমরা ছুটে এসে দেখি যে, মেয়ের লাশ বারান্দায় পড়ে রয়েছে। বাড়ীর সকল দরজায় তালাবদ্ধ। লোকজন কেউ নেই।'

ভানোর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওয়াহাব সরকার বলেন, আমি গৃহবধূর মৃত্যুর খবর শুনে থানায় সংবাদ দেই।

বালিয়াডাঙ্গী থানার এসআই আবু বক্কর সিদ্দিক বলেন, আমরা ঘটনাস্থলে এসে গৃহবধূর লাশ পড়ে থাকতে দেখি। গৃহবধূর মৃত্যু নিয়ে সন্দেহ হওয়ায় গৃহবধূর স্বামী রুবেল(২৭) ও তার বাবা তফিজুল ইসলাম(৫২)কে আটক করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়