শিরোনাম
◈ ফরিদপুরে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষ, নিহত ১২  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান ◈ সৌদিতে কোরবানি ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা ◈ শ্রম আইন লঙ্ঘনের সাজাপ্রাপ্ত মামলায় স্থায়ী জামিন চাইবেন ড. ইউনূস ◈ ছুটি শেষে ঢাকায় ফিরছে কর্মজীবী মানুষ ◈ স্বাস্থ্যখাতে নতুন অশনি সংকেত অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: স্বাস্থ্যমন্ত্রী  ◈ কৃষি খাতে ১০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে তিন  বছরে সাড়ে ৩৮ হাজার কোটি টাকা বরাদ্দ ◈ বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬.১ শতাংশ: এডিবি ◈ বাংলাদেশে পালিয়ে এসেছে বিজিপির ১৪ সদস্য ◈ ৬০ লাখ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলার তালিকা প্রকাশ করুন: মির্জা ফখরুলকে ওবায়দুল কাদের

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০১ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৬৪ লাখ হুন্ডির টাকাসহ বেনাপোলে আটক ১

বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে বাবু মিয়া (৪৩) নামে একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি।

আটক বাবু মিয়া বেনাপোলর স্বরবাংহুদা গ্রামের মৃত রমজান আলীর ছেলে। বুধবার (১৪ ফেব্রুয়ারি ) রাত সাড়ে ১১টার দিকে তাকে আটক করা হয়।

৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আরিফুল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘৬৪ লাখ টাকাসহ বাবু নামে একজন হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি সদস্যরা।’

বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে রঘুনাথপুর সীমান্তের মাঠের মধ্য দিয়ে বিপুল পরিমাণ হুন্ডির টাকা নিয়ে কয়েকজন হুন্ডি ব্যবসায়ী বাংলাদেশে প্রবেশ করবে এমন খবর বিজিবির কাছে ছিল। এ সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্পের কমান্ডার হাবিলদার মামুনার রশিদ ফোর্স নিয়ে রঘুনাথপুর সীমান্তের ১৯ এর ৬ এস পিলারের পাশে গোপনে অবস্থান নেযন। এসময় কয়েকজন হুন্ডি ব্যবসায়ী ভারত সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশের সঙ্গে সঙ্গে ধাওয়া দেওয়া হয় তাদের। তখন বাবুকে লাইনের একটি ব্যাগসহ আটক করা হয় কিন্তু বাবুর সঙ্গীরা পালিয়ে যায়। বাবুকে আটক করে ক্যাম্পে নিয়ে তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৬৪ লাখ বাংলাদেশি টাকা পাওয়া যায়।

উদ্ধারকৃত টাকাসহ মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বাবুকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়