শিরোনাম
◈ গাজীপুরে কারখানায় বয়লার বিস্ফোরণে চীনা নাগরিকের মৃত্যু ◈ প্রধানমন্ত্রীর সৌদি আরব ও গাম্বিয়া সফর বাতিল ◈ এ বছর জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.৭%: আইএমএফ ◈ ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ, ৪ পুলিশ সদস্যসহ আহত ২০ ◈ মার্চ মাসে সারাদেশে ৬২৪ সড়ক দুর্ঘটনায় নিহত ৫৫০, আহত ৬৮৪  ◈ ঢাকা-দিল্লি সম্পর্ককে নতুন উদ্যমে এগিয়ে যেতে হবে: হর্ষবর্ধন শ্রিংলা ◈ অস্ত্রসহ কেএনএফের আরও ৯ সদস্য আটক ◈ পাকিস্তানের মুশতাক আহমেদ বাংলাদেশের নতুন স্পিন কোচ ◈ বিশ্ববিদ্যালয়গুলোতে কারিকুলাম যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির ◈ সরকারের অব্যবস্থাপনার কারণেই সড়ক দুর্ঘটনার মাত্রা বৃদ্ধি পেয়েছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:১৪ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৭:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চকলেট-পিঠা আর মিষ্টি খেয়েই কাটলো দিন

নিজস্ব প্রতিবেদক : ফেসবুক ভিত্তিক সামাজিক গ্রুপ ‘মানবতার কিছু পাগল প্রেমিক’এর ব্যানারে বুধবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলা শহরে ভালবাসা দিবসের ভালবাসা ভাগাভাগি করার জন্য সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে একটি ব্যতিক্রম আয়োজন করে।

সংগঠণের কর্মীরা প্রথমে বেলুন ফুলিয়ে এবং কেক কেটে তাদের ভালবাসা ভাগাভাগি শুরু করে। এরপর চকলেট, মিষ্টি, চিতই এবং ভাপা পিঠা খাওয়ানোর ব্যবস্থা করে। এ আয়োজন একযোগে চলে ঢাকা, রংপুর, গাইবান্ধা, টাঙ্গাইল ও ব্রাহ্মণবাড়িয়াতে।

‘মানবতার কিছু পাগল প্রেমিক’ গ্রুপের প্রধান এডমিন লিও রাসেল সরকার জানান, আমাদের এটা কোন সংগঠন বা সংস্থা নয়। শুধুমাত্র ফেসবুক থেকে পরিচয়ের মাধ্যমে একত্রিত হয়ে আমরা আগেও এই রকম পাগলামী অনেক করেছি, যেখানে কোন মহামান্য ব্যক্তিবর্গ বা সমাজের উচ্চ শ্রেণীর কেউ উপস্থিত ছিল না। তবে আমি নিশ্চিত বলতে পারি এই সকল প্রোগ্রামে যারা উপস্থিত আছেন এবং কাজ করছেন তারাও একেকজন সমাজের জন্য বা মানবতার জন্য গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন।
মানবতার পাগলদের এমন আয়োজনে অংশ নেওয়া দেশের সকল স্বেচ্ছাসেবী বিশ্বাস করে তারা সবাই সম্মিলিতভাবে একযোগে কাধে কাঁধ মিলিয়ে কাজ করার মধ্যে এক ধরণের আত্মতৃপ্তি খুঁজে পান।

তিনি আরো বলেন, মানবতার পাগলরা চান প্রতিটি মানুষের মানবতার শ্লোগান হোক- মানবতার কাজ একসাথে করবো আমরা সকল মানবতা প্রেমী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়