শিরোনাম
◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ গাজীপুরের টঙ্গি বাজারে আলুর গুদামে আগুন ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ দুই এক পশলা বৃষ্টি হলেও তাপদাহ আরো তীব্র হতে পারে  ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বিবেচনায় প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশ সংকট থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে: অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৫ সকাল
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কপিরাইট আইন বাস্তবায়নে শিল্পী ও অংশীজনদের মধ্যে ঐক্য ও সচেতনতা জরুরি

ইমতিয়াজ মেহেদী হাসান : সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, কপিরাইট আইন বাস্তবায়ন মন্ত্রণালয়ের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শিল্পী ও অংশীজনদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন থাকতে হবে এবং একইসাথে নিজেদের ঐক্যবদ্ধ থাকতে হবে। কপিরাইট লঙ্ঘিত হলে অভিযোগ জানাতে হবে। কপিরাইট বাস্তবায়নের জন্য ডাক ও টেলিযোগাযোগ, তথ্য, স্বরাষ্ট্র এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং একটি আলাদা সেল থাকা দরকার। দ্রুতই এ সংক্রান্ত একটি আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হবে।

মন্ত্রী বুধবার রাজধানীর বাংলাদেশ জাতীয় জাদুঘর এর কবি সুফিয়া কামাল মিলনায়তনে কপিরাইট অফিসের আয়োজনে “কপিরাইট : সুফল ও সম্ভাবনা” শীর্ষক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কপিরাইট অফিসের রেজিস্ট্রার অফ কপিরাইট জাফর রাজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ ইব্রাহীম হোসেন খান।

প্রধান অতিথি বলেন, কপিরাইট বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রস্তুতি গ্রহণ করেছি। এ লক্ষ্যে তৃণমূল পর্যায়েও সচেতনতা জরুরি। কেননা, তৃণমূল পর্যায়ে লোকসংগীত শিল্পীসহ বিভিন্ন গুণী শিল্পী রয়েছেন। তাছাড়া বিদ্যমান কপিরাইট আইনকে যুগোপযোগী করার লক্ষ্যে প্রয়োজনীয় সংশোধন করা হচ্ছে। তিনি বলেন, শিল্পীদের অধিকার প্রতিষ্ঠায় অবশ্যই সরকারের ভূমিকা নেয়া উচিত কিন্তু এক্ষেত্রে শিল্পীদের সহযোগিতা অত্যাবশ্যক।

সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কপিরাইট বোর্ডের সদস্য বাংলাদেশ রাইটার্স ক্লাবের সভাপতি মুহম্মদ নূরুল হুদা। ডিজিটাল মিডিয়ায় সংগীত আপলোড সংক্রান্ত বিশেষ উপস্থাপনা করেন যুক্তরাজ্য প্রবাসী লোকসংগীত শিল্পী আব্দুল মুনাইম মামুন।

বিশেষ বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অরগানাইজেশন (WIPO) এর কনসালট্যান্ট ও সাবেক রাষ্ট্রদূত মোঃ আবদুল হান্নান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়