শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৪ রাত
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরের পিচও পেলো ডিমেরিট পয়েন্ট

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজের প্রথম টেস্টে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ দিনে পড়েছে ২৩ উইকেট। আর সেখানে তিন ইনিংসে রান উঠেছে ১৫৩৩। ওই ম্যাচে বোলারদের জন্য করণীয় কিছুই ছিল না সাগরিকার উইকেটে ! এমন উইকেট নিয়ে কম উস্মা প্রকাশ করেনি শ্রীলংকা। ম্যাচ রেফারি ডেভিড বুন ও টেস্টের চতুর্থ দিনে পিচ থেকে বোলারদের সাহায্য না দেখে করেছেন বিস্ময় প্রকাশ। প্রদত্ত ক্ষমতাবলে দিয়েছেন ১ ডিমেরিট পয়েন্ট। সাগরিকার উল্টো চিত্রটা মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে। মাত্র আড়াই দিনেই পড়েছে ৪০ টি উইকেট। রান উঠেছে চার ইনিংস মিলে মাত্র ৬৮১। এমন ম্যাচে বাংলাদেশ হেরেছে ২১৫ রানে! উইকেটে প্রথম দিন থেকে পিচের উপরি স্তর গেছে ফেঁটে। ফলে পিচে শুরু থেকেই অসম বাউন্স পেয়েছে বোলাররা। টার্নগুলো ছিল অধারাবাহিক। এমন পিচে বোলাররা করেছে কর্তৃত্ব, ব্যাটসম্যানরা তাদের স্কিল দেখাতে হয়েছে ব্যর্থ। আইসিসি’র কাছে এমন রিপোর্ট করে ১ ডিমেরিট পয়েন্ট দিয়েছেন ম্যাচ রেফারী ডেভিড বুন।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়াম এর আগেও পেয়েছে ডিমেরিট পয়েন্ট। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট ম্যাচে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের আউট ফিল্ডের মান সন্তোষজনক না হওয়ায় খেয়েছে ২টি ডিমেরিট পয়েন্ট। এবার পিচ খেল ১ ডিমেরিট পয়েন্ট। ৫ ডিমেরিট পয়েন্ট হলেও এক বছর নিষিদ্ধ হতে হবে ভেন্যুকে, আইসিসি’র সর্বশেষ এই আইনে বড় ধরনের হুমকির মুখে এখন বাংলাদেশের হোম অব ক্রিকেট শের-ই-বাংলা স্টেডিয়াম।
বিপিএল টি-২০তে লো স্কোরিং ম্যাচ দেখে এতোটাই বিরক্ত হয়েছিলেন যে, সংবাদ সম্মেলনে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের উইকেটের মান নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করেননি তামিম ইকবাল। প্রকাশ্যে অমন মন্তব্য করায় বিসিবি’র ডিসিপ্লিনারী কমিটির বিচাওে ৫ লাখ টাকা অর্থদন্ড পেয়েছেন তামিম ইকবাল। শুধু তাই নয়, হারিয়েছেন টেস্টের সহ-অধিনায়ক পদও। তবে মিরপুরের পিচ যে, আসলেই ব্যাটসম্যানদের জন্য পাতা ফাঁদÑডেভিড বুনের রিপোর্টে তা প্রতীয়মান হয়েছে। ম্যাচ রেফারির এমন রিপোর্টের পরও শ্রীলংকান কিউরেটর গামিনি সিলভাকে আগলে রাখবে বিসিবি ? এটাই প্রশ্ন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়