শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৬ দুপুর
আপডেট : ১৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৩৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কোস্টগার্ডের ৪০ কর্মকর্তা-কর্মচারী পদক পেলেন

সুজন কৈরী : কোস্টগার্ডের উন্নয়ন ও অপারেশনে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ২২ কর্মকর্তা, ১৬ নাবিক এবং দুই বেসামরিক কর্মকর্তা-কর্মচারী পদক পেয়েছেন। বাংলাদেশ কোস্টগার্ড পদক, প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক, বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদক ও প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) নামে চার ক্যাটাগরিতে এই পদক দেয়া হয়েছে। গতকাল বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত কোস্টগার্ড সদর দফতরে বাহিনীর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ৪০ সদস্যকে পদক পরিয়ে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিন। এছাড়া সামরিক ও বেসামরিক অতিথিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ড পদকপ্রাপ্তরা হলেন - ৬৮১ ক্যাপ্টেন মোহাম্মদ আলী চৌধুরী, ৭৮৫ ক্যাপ্টেন এম মোসায়েদ হোসেন (ট্যাজ), ৯৪৮ কমান্ডার মোস্তফা কামাল রশীদ, ২০৬৫ লে. কমান্ডার এম ওমর ফারুক, ২০৯৭ লে. কমান্ডার আব্দুলাহ আল মারুফ (এনডি), ২১৭০ লে. কমান্ডার এম ফরিদুজ্জামান খান (এক্স), ২১১৬ লে. এম সেলিম বিশ্বাস (এসডি), ৯২০২৯৮ এম বাদল শিকদার, ২০০৪০৪৬৪ এম জাহাঙ্গীর আলম, এলআরও ও ২০০৬০৩০১ এম মজিবর রহমান। প্রেসিডেন্ট কোস্টগার্ড পদকপ্রাপ্তরা হলেন- ১২৫৬ কমান্ডার এম জামাল উদ্দিন চৌধুরী, ১৪৫৯ লে. কমান্ডার জুলহাস ফয়সাল, ২০৮৫ লে. কমান্ডার তাসকীন রেজা, ২১৫০ লে. কমান্ডার সৈয়দ সাজ্জাদুর রহমান, ২১৯৯ এন ইউ এম খালিদ, ৯৫০২৮১ এম মোক্তার হোসেন, ৯৫০৪৩৯ এম সাইফুল আবছার, ৯৯০৩৩৯ এম তছলিম উদ্দিন, ২০০১০১২৫ এম মশিউর রহমান ও ২০১০০৫৪৯ এম মানিকুজ্জামান। বাংলাদেশ কোস্টগার্ড (সেবা) পদকপ্রাপ্তরা হলেন- ২৭৩ ক্যাপ্টেন আখতার হাবীব (বর্তমান রিয়ার অ্যাডমিরাল), ৭৯০ ক্যাপ্টেন এ কে এম শেরাফুল্লাহ, ৭৯১ ক্যাপ্টেন এম মামুনুর রশীদ, ৬৩৮ কমান্ডার এম কামরুল হাছান, ২০০৯ লে. কমান্ডার খোইরোম লেইশেম, ২০৭৭ লে. কমান্ডার এম ইমরান হোসেন খান, ৮৯০০১৪ এম এ কে আজাদ, ২০০৮০৯১০ এম এ মান্নান, ২০০১০০৭২ মো. মোরশেদুল হক, ৯৫০০১ এস এম রওশন আলম (স্টেনোগ্রাফার কাম কম্পিউটার অপারেটর)। প্রেসিডেন্ট কোস্টগার্ড (সেবা) পদক প্রাপ্তরা হলেন- ১০৪৯ কমান্ডার এম ফজলুল কাদের, ৯৪৫ লে. কমান্ডার মোহাম্মাদ আলী, ২৪১১ লে. কমান্ডার এ আর আল-আমিন, ১৭৯৩ লে. কমান্ডার এম খলিলুর রহমান, সিজিঅসা-০০১ এম মনোয়ার হোসেন (আইন কর্মকর্তা), ৮৩০২৮১ ভোলানাথ চন্দ, ৯৬০৩৬৪ কনক বড়ুয়া, ৯৯০৫২৭ রফিক উদ্দিন, ২০০৮০১২৬ বিধান দেব, ও ২০১২০২৩৩ ইমতিয়াখ মাহমুদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়