শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪১ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্ব ভালোবাসা দিবসে চালকদের ফুল দিলো পুলিশ

মাসুদ আলম: আসুন ট্রাফিক আইন মেনে চলি, যানজটমুক্ত ও নিরাপদ শহর গড়তে সহায়তা করি” এই ¯স্লোগানকে সামনে রেখে বিশ্ব ভালোবাসা দিবসে বিভিন্ন যানবাহন চালকদের ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের রামপুরা ট্রাফিক জোন। সড়কপথে নানা দুর্ঘটনা এড়াতে এবং সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার বিকালে রামপুরা ব্রীজ সড়কে ব্যতিক্রমধর্মী এক অনুষ্ঠানের মাধ্যমে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় বিভিন্ন যানবাহনের চালকদের হাতে রজনীগন্ধা,লাল গোলাপ ও চকলেট তুলে দেন ট্রাফিক পুলিশ। এসময় উপস্থিত ছিলেন ট্রাফিক পূর্ব বিভাগের ডিসি ড. এ এইচ এম কামরুজ্জামান। আরও উপস্থিত ছিলেন ট্রাফিক পূর্ব বিভাগের এডিসি মো. সাইদুর রহমান, এডিসি নাজমুন নাহার, এডিসি ইঞ্জিনিয়ার এ এস এম মুক্তারুজ্জামান, রামপুরা ট্রাফিক জোনের টিআই বিপ্লব ভৌমিক, টিআই নুরুন্নবী সরকারসহ জোনের অন্যান্য ট্রাফিক পুলিশ। এদিকে ট্রাফিক পুলিশের এ মহতি উদ্যোগকে স্বাগত জানিয়ে যানবাহন চালকেরা বলেন, এ ধরনের উদ্যোগে আমরা উৎসাহিত ও আনন্দিত। সড়কে আমরা অবশ্যই ট্রাফিক আইন মেনে চলব। পাশাপাশি নানা দূর্ঘটনা রোধে আরও অধিক সচেতন হয়ে গাড়ি চালাব।

এ বিষয়ে ডিসি ড. এ এইচ এম কামরুজ্জামান বলেন, জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক পূর্ব বিভাগ ইতোপূর্বে নানা কর্মসূচী পালন করে আসছে। তারই ধারবাহিকতায় আজকের বিশেষ দিনে এ ব্যতিক্রমী আয়োজন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়