শিরোনাম
◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার ব্যয়ভার বহন করবে দক্ষিণ কোরিয়া

সজিব সরকার: পিয়ংচ্যাং এ অনুষ্ঠিত এবারের শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার ব্যয়ভার বহন করবে দক্ষিণ কোরিয়া। এর জন্য ২.৮৬ বিলিয়ন উয়ন (২৬ লাখ মার্কিন ডলার) দেয়ার পরিকল্পনা করেছে দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রণালয়।

এবারের অলিম্পিকের উদ্দেশ্যে ৪শ’ জনেরও অধিক উত্তর কোরিয়ার ক্রীড়াবিদ এবং সমর্থক পিয়ংচ্যাং এ এসেছে। দক্ষিণ কোরিয়ার সরকার তাদের খাদ্য এবং বাসস্থান নিশ্চিত করছে। রয়টার্স সংবাদ সংস্থার একটি বিবৃতিতে বলা হয়, উত্তর কোরিয়ার পর্যটকরা সিওল ও পিয়ংচ্যাং এর পাশে বিলাসবহুল হোটেলগুলোতে অবস্থান করছে।

বুধবার, দক্ষিণ কোরিয়ার একীকরণ মন্ত্রী চো মিউং-গন বলেন, অলিম্পিকে উত্তর কোরিয়ার অংশগ্রহণকে মাইলফলক হিসেবে ধরা হচ্ছে। এর ফলে কোরিয়ান উপদ্বীপে চলমান উত্তেজনা নিরসনের দ্বার উন্মোচন হল।
শীতকালীন অলিম্পিকে উত্তর কোরিয়ার উপস্থিতি ছিল আশ্চর্য হওয়ার মত, কারণ উত্তর কোরিয়ার পারমাণবিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে পিয়ংইয়ং ও আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
দক্ষিণ কোরিয়া সরকার উত্তর কোরিয়াকে এবারের অলিম্পিকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছিল। কারণ উত্তেজনা নিরসনে জন্য এটিই একটি বড় ধরনের সুযোগ। অবশেষে তারা একসাথে অলিম্পিকে অংশগ্রহণ করে। এবারের অলিম্পিকে সবচেয়ে আকর্ষণীয় বিষয় ছিল দুই কোরিয়ার যৌথ মহিলা আইস হকি দল। তবে, দক্ষিণের এমন আচরণে দেশটির অনেকেই বিক্ষোভ করেছে কারণ এর ফলে নিজ দেশে অনুষ্ঠিত অলিম্পিকে অংশগ্রহণে বঞ্চিত হয়েছে অনেক ক্রীড়াবিদ। বিবিসি

  • সর্বশেষ
  • জনপ্রিয়