শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৪ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টি-টোয়েন্টিতে তামিম-মুশফিককে নিয়ে শঙ্কা, বিকল্প মিঠুন

নিজস্ব প্রতিবেদক: ইনজুরি শঙ্কায় আগেই ছিটকে গেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান। এবার তামিম ইকবাল ও মুশফিকুর রহিমকে নিয়েও দেখা দিয়েছে সংশয়। দুই তারকা চোটে পড়ায় শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বদলি হিসেবে ডাক পেয়েছেন মো. মিথুন। মুশফিক ও তামিম খেলতে পারবেন কিনা সেটা এখনও নিশ্চিত নয়। তবে বিকল্প হিসেবেই ডাক পেয়েছেন উইকেট কিপার ব্যাটসম্যান মিঠুন। এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিনিয়র ম্যানেজার রাবিদ ইমাম।

মুশফিকুর রহিম ও তামিম ইকবালের খেলার সম্ভাবনা কতটুকু? এমন প্রশ্ন করা হয়েছিল টি-টোয়েন্টিতে দায়িত্বে থাকা মাহমুদউল্লাহ রিয়াদকে। এ নিয়ে বুধবার ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিনি আশার বাণীই শোনালেন, ‘গতকাল হঠাৎ তামিম বাই সেপসে কিছুটা টান অনুভব করে বসে। তাই ওর জন্যে এখনও সেরা একাদশ ফিরে পেতে অপেক্ষা করছি। পাশাপাশি মুশফিকুর রহিমের ব্যাপারটাও আছে। আশা করছি ওদের দুজনকেই কালকের ম্যাচে পাবো। আমরা অপেক্ষা করছি।’

মুশফিকের চোট হয়তো অতটা গুরুতর নয়। তাই মুশফিককে নিয়ে বেশি আশাবাদী অধিনায়ক, ‘মুশফিক কব্জিতে চোট পেয়েছে। তবে আশা করছি সুস্থ হয়ে উঠবে।’

মাহমুদউল্লাহ রিয়াদ আশা করতেই পারেন। তবে আপদকালীন এই অবস্থাতে বিকল্প ভাবতেই স্কোয়াডে নেওয়া হয়েছে মিঠুনকে। বিপিএলে ভালো খেলার ফল হিসেবে ত্রিদেশীয় ওডিআই সিরিজের স্কোয়াডে ছিলেন মিঠুন। পুরো টুর্নামেন্টে একটি ম্যাচ খেললেও আবার বাদ পড়েন। তামিম ও মুশফিকের চোট ভাগ্যের দুয়ার খুলে দিয়েছে মিঠুনকে।

বিপিএলে গত আসরে রংপুর রাইডার্সের হয়ে ১১৭.৫০ স্ট্রাইক রেটে করেন ৩২৯ রান। আর এই পারফরম্যান্সেই নির্বাচকদের নজর কাড়েন তিনি। মুশফিকের চেয়ে তামিমের খেলা নিয়েই শঙ্কা বেশি। তাই তামিমের জায়গায় ওপেনিংয়ে মিঠুনের দেখা পাওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়