শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৯ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:৫৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েল সরকারের সাথে আমাদের সম্পর্ক, নেতানিয়াহুর সাথে নয় : আমেরিকা

সাইদুর রহমান : ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হওয়ার বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হেজার নর্ট বলেন, নেতানিয়াহুর সাথে আমাদের কোন সম্পর্ক নেই, আমাদের সম্পর্ক ইসরায়েল সরকারের সাথে। নেতানিয়াহুর দুর্নীতির বিষয়ে এটিই আমেরিকার প্রথম মন্তব্য।

সাংবাদিকদের সাথে আলাপকালে নর্ট বলেন, তার দেশ নেতানিয়াহুর দুর্নীতির বিষয়ে সজাগ রয়েছে। ইসরায়েল সরকারের সাথে আমাদের শক্তিশালী সম্পর্ক রয়েছে নেতানিয়াহুর সাথে নয়। আমরা এটাকে অভ্যন্তরীণ বিষয় মনে করছি।

তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকার করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

ঘুষ, জালিয়াতি এবং আস্থা ভঙ্গের দায়ে নেতানিয়াহুকে আনুষ্ঠানিকভাবে অভিযুক্ত করার সুপারিশ করেছে দেশটির পুলিশ। দুটি দুর্নীতির মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে কয়েক মাস ধরে তদন্ত চালানোর পর এ সুপারিশ করা হয়। সুপারিশটি এখন অ্যাটর্নি জেনারেল বরাবর পাঠানো হবে।

তিনিই সিদ্ধান্ত নেবেন নেতানিয়াহুকে বিচারের মুখোমুখি করা হবে কি না। তবে পুলিশের ওই সুপারিশে শেষ পর্যন্ত ‘কিছুই হবে না’ বলে দাবি করেছেন নেতানিয়াহু।

সূত্র : ইয়েনি সাফাক

  • সর্বশেষ
  • জনপ্রিয়