Skip to main content

রাবিতে এবার বিএনপিপন্থী শিক্ষকদের অনশন

আকরাম হোসাইন,রাবি: বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ধারাবাহিক আন্দোলনের ৪র্থ দিনেও আন্দোলন অব্যাহত রেখেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষকরা। এবার প্রতীকী অনশনের মাধ্যমে অবস্থান কর্মসূচী পালন করেন বিএনপি-জামাতপন্থী শিক্ষকরা। বুধবার সকালে সিনেট ভবনের সামনে কর্মসূচিতে শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন। এসময় শিক্ষক পরিষদ ও শিক্ষক ফোরামের ব্যানার লক্ষ্য করা যায় সেখানে। রাবি শিক্ষক ফোরামের সভাপতি কেবিএম মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদের সঞ্চালনায় এসময় এসময় বক্তব্য রাখেন জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষক গ্রুপ সাদাদলের ভারপ্রাপ্ত আহবায়ক অধ্যাপক ড. এনামুল হক। বক্তব্য দেন রসায়ন বিভাগের অধ্যাপক ড. আজহার আলী, সাবেক উপ-উপাচার্য শাহাদৎ হোসেন, ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক ড. মো. হাছানাত আলী, ফোরামের উপদেষ্টা অধ্যাপক ড. শামসুল আলম সরকার, পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. ছায়েদুর রহমান পান্নু, রাজশাহী জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি রোখসানা বেগম টুকটুকি, জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ড. সি এম মোস্তফা প্রমুখ। এদিকে প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক মাসুদুল হাসান খান মুক্তা, পেশাজীবি পরিষদের সদস্য রোকনুজ্জামান, জাকিরুল ইসলাম, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

অন্যান্য সংবাদ