Skip to main content

ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি তুহিন আটক

নিজস্ব প্রতিবেদক: ছাত্রদল ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কবি নজরুল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন সহ ৫ জনকে আটক করেছে পুলিশ। বুধবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতীকী অনশনে যোগ দিয়ার পথে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদেরকে আটক করা হয়। ছাত্রদলের একটি সূত্র জানায় , সকাল সাড়ে ১১ টায় অনশনে যোগ দিতে আসার পথে শিল্পকলা একাডেমির সামনে থেকে তাদেরকে আটক করে পুলিশ। এদিকে পূর্ব ঘোষিত অনশন কর্মসূচি শুরু হয়েছে সকাল ১০টায়। কর্মসূচি চলবে বিকাল ৪টা পর্যন্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নেতাকর্মীদের উপস্থিতিও বাড়তে থাকে। বক্তব্যের ফাঁকে ফাঁকে নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠছে প্রেসক্লাব এলাকা।

অন্যান্য সংবাদ