Skip to main content

খরাকে জাতীয় দুর্যোগ ঘোষণা দিল দক্ষিণ আফ্রিকা

খরাকে জাতীয় দুর্যোগ ঘোষণা দিল দক্ষিণ আফ্রিকা
প্রত্যাশা প্রমিতি সিদ্দিক: দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পানি শুকিয়ে যাওয়াকে কেন্দ্র করে ‘খরা’কে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা দিয়েছে দেশটির সরকার। বিশেষ করে শহরটি আগামী এপ্রিলের মধ্যেই একদম পানি শূন্য হয়ে যাবে বলে এ ঘোষণাটি দেয়া হয়। জলবায়ু পরিবর্তনের ফলে দক্ষিণ আফ্রিকার পশ্চিম কেপ, উত্তর কেপ এবং পূর্ব কেপের প্রায় ৪মিলিয়ন জনগোষ্ঠি এর ফলে ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ প্রসঙ্গে দেশটির সমবায় শাসন ও ঐতিহ্যবাহী বিষয়ক বিভাগ জানায়, খরার তীব্রতার কারণেই একে জাতীয় খরা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে, খরার কারণে ডেপুটি ইয়ান নিয়েলসন বলেন, তীব্র খরা এবং পানি সংকটের কারণে এই প্রথমবারের মত ৫৫০ মিলিয়নেরও নীচে অর্থাৎ মাত্র ৫২৬ মিলিয়ন লিটার পানি বরাদ্দ দেয়া হয়েছে কেপটাউনবাসীর জন্য। রয়টার্স

অন্যান্য সংবাদ