Skip to main content

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ শহরে লেগুনা-ইজিবাইক সংঘর্ষে জালাল উদ্দিন (৫০) নামে এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৫ জন। বুধবার সকালে এ ঘটনা ঘটে। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিনুল হক একথা জানিয়েছেন। পুলিশ জানায়,বুধবার সকাল সাড়ে ১০টার দিকে হবিগঞ্জ শহর থেকে একটি লেগুনা শায়েস্তাগঞ্জে যাওয়ার পথে শহরের শায়েস্তানগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজি বাইকের সঙ্গে লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি উল্টে যায় এবং ৬ যাত্রী আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। নিহত জালাল উদ্দিন সদর উপজেলার পইল এড়ালিয়া গ্রামের বাসিন্দা।

অন্যান্য সংবাদ