Skip to main content

রাবিতে একুশে গ্রন্থমেলা শুরু বৃহস্পতিবার

আকরাম হোসাইন,রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তাহব্যাপী অমর একুশে গ্রন্থমেলা শুরু বৃহষ্পতিবার। চলবে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। বিশ্ববিদ্যালয় মনোবিজ্ঞান বিভাগের সংগঠন ‘স্বপ্নের’ উদ্যোগে দ্বিতীয় বিজ্ঞান ভবনের সামনে গ্রন্থমেলাটি শুরু হবে। বুধবার সংগঠনটির সভাপতি সাজিদুর রহমান রুমন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুর ১২ টায় ‘অমর একুশে গ্রন্থমেলা’ এর আয়োজন করা হয়েছে। মেলাটির উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা। এতে প্রধান অতিথি থাকবেন রাজশাহী সদর আসনের এমপি ফজলে হোসেন বাদশা। মুখ্য আলোচক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শামসুদ্দীন ইলিয়াস। এছাড়া, বিশেষ অতিথি সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মুহম্মদ নূরুল্লাহ (অব.) উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে মনোবিজ্ঞান বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাজমা আফরোজ সভাপতিত্ব করবেন।

অন্যান্য সংবাদ