শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫০ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সব চাপের মধ্যে থেকেও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন চাই

লে. জে. (অব.) মাহবুবুর রহমান : আগামী নির্বাচনকে সামনে রেখে বেগম খালেদা জিয়াকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। সরকার মামলার পরে মামলা দিচ্ছেন এবং বিএনপিকে চাপে রাখতে চাচ্ছে, এটা নতুন কিছু নয়। বেগম খালেদা জিয়াসহ নেতাকর্মীদের বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল, এখনো আছে। বেগম খালেদা জিয়া আদালতে লড়বেন, তিনি আইনি সংগ্রাম চালিয়ে যাবেন এবং নিজেকে নির্দোষ প্রমাণের চেষ্টা করবেন।

সরকার বিএনপিকে মামলা দিয়ে চাপে রাখতে চায়। সরকার তার মত করে চাপে রাখবে, আমরাও চাই সব চাপের মধ্যে থেকেও একটি অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক। আমরা মনে করি, সামনে গণতন্ত্র আসবে এবং আগামী নির্বাচনে যে সংসদ আসবে তা গণতন্ত্র উপহার দিতে পারবে। যে গণতন্ত্রের জন্য এত সংগ্রাম, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের অভ্যুদয়, যে গণতন্ত্রের জন্য বাংলাদেশের এত মানুষ যুদ্ধে শহীদ হয়েছে, আমরা চাই সে গণতন্ত্র বাস্তবায়ন হোক।

আমরা চাই সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত হোক। দেশে কি হচ্ছে না হচ্ছে সব জনগণ প্রত্যক্ষ করছে। আমরা তো থেমে নেই । ছোট হোক বড় হোক আন্দোলন হচ্ছে, আন্দোলন চলতেও থাকবে। আন্দোলনে গিয়ে নেতাকর্মীরা গ্রেফতারও হচ্ছেন। মহাসচিব পর্যায় থেকে কর্মসুচি কিংবা পরিকল্পনার কথা আসবে।

পরিচিতি: স্থায়ী কমিটির সদস্য, বিএনপি/মতামত গ্রহণ: মাহবুবুল ইসলাম/সম্পাদনায়: মোহাম্মদ আবদুল অদুদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়