শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৬ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:১৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পুলিশের অনুরোধে ৩ ঘণ্টা আগে অনশন কর্মসূচি শেষ করল বিএনপি

মাঈন উদ্দিন আরিফ: বিএনপি চেয়ারপারসন ও বিশ দলীয় জোট নেত্রী খালেদা জিয়ার কারামুক্তির দাবিতে বুধবার সকাল ১০ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশন কর্মসূচি পালনের কথা থাকলেও পুলিশের অনুরোধে নির্ধারিত সময়ের ৩ ঘণ্টা আগেই অনশন কর্মসূচি শেষ করেছে বিএনপি।

জনদুর্ভোগের কারণে অনশন কর্মসূচি শেষ করতে বিএনপিকে অনুরোধ করা হয়েছে বলে জানান রমনা বিভাগের ডিসি মারুফ হোসেন সরদার।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পুলিশের অনুরোধে ৭ ঘন্টার অনশন কর্মসূচি ৩ ঘন্টায় সমাপ্ত করার ঘোষণা দেওয়া হয়েছে।

এদিকে নেতাকর্মীদের অভিযোগ, অনশন কর্মসূচি শেষ হওয়ার পরে তাদেরকে চারপাশ থেকে পুলিশ ঘিরে রেখেছে। এর ফলে তারা আটকের আতঙ্কের মধ্যে রয়েছে।

এদিকে কর্মসূচি সফল করতে বুধবার সকাল ১০ টার আগেই বিশ দলীয় জোটের নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে জড়ো হতে শুরু করেন। এরপর আসেন বিএনপি ও জোটের সিনিয়র নেতারা। ১০ টা বাজার সাথে সাথে কোরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয় বিএনপি ও বিশ দলের অনশন।

অনশনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউছুফ, অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, বিএনপির যুগ্ম মহাসচিব, মোয়াজ্জেম হোসেন আলাল, খাইরুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। বিশ দলের শরীক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, এলডিপির যুগ্ম সাধারান সম্পাদক শাহাদাত হোসেন সেলিম, জাগপার সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, ইসলামি ঐক্যজোটের মহাসচিব আবদুল করিম, ন্যাপ ভাসানির মহাসচিব গোলাম মোস্তফা প্রমুখ।

বিএনপির এ কর্মসূচি ঘিরে সকাল থেকেই রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের সতর্ক অবস্থান ছিল। প্রেসক্লাব এলাকায় রাখা হয়েছিল এপিসি ও প্রিজনভ্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়