শিরোনাম
◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ভারত থেকে ১৬৫০ টন পেঁয়াজ আসছে আজ! ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১০ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবনযুদ্ধে হার না মানার গল্প

ডেস্ক রিপোর্ট : রাজধানীর গুলশান-২ নম্বর গোল চত্বরে একটু পর পর সিগন্যালে এসে গাড়ি দাঁড়াচ্ছে। মুহূর্তেই দীর্ঘ হচ্ছে গাড়ির লাইন। আর ঠিক সে সময়ই একজন লোক ছুটে যাচ্ছেন গাড়িগুলোর দিকে। এক পা হারানোর পর থেকেই এভাবে স্ক্র্যাচে ভর দিয়ে শনপাপড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন শহিদুল ইসলাম (ছদ্ম নাম)। গ্রামের বাড়ি শরীয়তপুরে। থাকেন রামপুরায়। ট্রাক দুর্ঘটনায় বাম পা হারিয়েছেন ২০০৪ সালে। এরপর থেকে এভাবে শনপাপড়ি বিক্রি করে জীবিকা নির্বাহ করছেন তিনি।

নিজের জীবনযুদ্ধ সম্পর্কে তিনি বলেন, 'আগে আইসক্রিম কোম্পানিতে চাকরি করতাম। যা আয় হতো তা দিয়েই সংসার চলতো। কিন্তু ২০০৪ সালে সড়ক দুর্ঘটনায় এক পা হারানোর পর থেকে অন্ধকার নেমে আসে। পা হারানোর পর চাকরিটা চলে গেলে পরে অনেক জায়গায় চাকরির চেষ্টা করি কিন্তু এক পা না থাকায় কেউ চাকরিতে নেয়নি। সংসারে অভাব-অনটন আরও বাড়তে থাকে। দোকান দেয়ার সিদ্ধান্ত্ম নিই কিন্তু পুঁজির অভাবে তা হয়নি।

এরপরই শুরম্ন হয় জীবনের আরেক অধ্যায়। শনপাপড়ি বিক্রি করাকে পেশা হিসেবে বেছে নিই। নিজ গ্রামে একটি কুঁড়েঘর ছাড়া আর কোনো সম্পত্তি নেই। সেখাই থাকেন স্ত্রী, দুই ছেলে এবং এক মেয়ে। ছেলেমেয়েদের লেখাপড়ার খরচও চলে এই শনপাপড়ি বিক্রির টাকায়।'

প্রতিদিন সকালে গুলশান-২ নম্বর গোল চত্বরে এসে শনপাপড়ি বিক্রি করেন। সারা দিনে ৫০-৬০ প্যাকেট বা তারও বেশি বিক্রি হয়। দিনে আয় হয় ৪০০-৫০০ টাকা। এই আয় দিয়ে নিজের এবং পরিবারের খরচ চলে।

তিনি বলেন, 'আলস্নাহর কাছে প্রার্থনা করি যেন আমার মতো আর কারও এ অবস্থা না হয়। সড়ক দুর্ঘটনায় যেন কারও এমন অন্ধকারময় জীবন না হয়। সড়ক দুর্ঘটনা আমার সুন্দর জীবনটা নষ্ট করে দিয়েছে। এভাবে ফেরি করে শনপাপড়ি বিক্রি করতে ভালো লাগে না। কিছু পুঁজি হলে একটা দোকান দিতে চাই।'

গুলশান ২ নম্বরে সিগন্যালে দাঁড়ানো গাড়ি থেকে শনপাপড়ি কিনছিলেন আহমেদ তাহের নামের এক ব্যক্তি। তিনি বলেন, 'পা হারালে অভাবী মানুষরা অনেকেই ভিক্ষায় নেমে যায় কিন্তু এই লোক এক পা হারিয়ে এভাবে শনপাপড়ি বিক্রি করে সংসার চালাচ্ছেন। তার এই মনোবলের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার কাছ থেকে শনপাপড়ি কিনলাম। ১০ টাকা শনপাপড়ির দাম ৫০ টাকা দিয়ে তাকে বাকিটা রেখে দিতে বললাম।' সে উত্তর দেয়, 'স্যার এমন করম্নণা নয়, পা হারানোর পর জীবিকার যুদ্ধে নেমেছি, করম্নণা নয় অধিকার নিয়েই টিকে থাকতে চাই। তার এই উত্তর আমাকে অনুপ্রাণিত করেছে।'

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির এক প্রতিবেদন অনুযায়ী ২০১৭ সালে ৪ হাজার ৯৭৯টি সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। এতে নিহত হয়েছেন ৭ হাজার ৩৯৭ জন। আর আহত হয়েছেন ১৬ হাজার ১৯৩ জন।

সংগঠনটির পর্যবেক্ষণে দেখা গেছে, ২০১৬ সালে ৪ হাজার ৩১২টি সড়ক দুর্ঘটনায় ৬ হাজার ৫৫ জন নিহত ও ১৫ হাজার ৯১৪ জন আহত হয়েছিল। বিগত বছরের তুলনায় ২০১৭ সালে দুর্ঘটনা বেড়েছে ১৫.৫ শতাংশ। নিহত ২২.২ শতাংশ এবং আহত ১.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যাযাদি

  • সর্বশেষ
  • জনপ্রিয়