শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১২ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতে ঢুকে শিক্ষিকাকে নির্যাতন: জাপা নেতা কারাগারে

ডেস্ক রিপোর্ট : আব্দুল মজিদ খন্দকারনারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জ এলাকায় বাড়িতে গিয়ে পড়াতে রাজি না হওয়ায় স্কুল শিক্ষিকাকে বাড়ির ভেতরে ঢুকে মারধরের অভিযোগে গ্রেফতার জাপা নেতা অ্যাডভোকেট আব্দুল মজিদ খন্দকারকে কারাগারে পাঠানো হয়েছে।

মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়। তবে তার স্ত্রী রোকেয়া খন্দকারকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। আব্দুল মজিদ খন্দকার জেলা জাতীয় পার্টির সদস্য সচিব।

গত রবিবার রাতে নগরীর হাজীগঞ্জ এলাকায় স্কুল শিক্ষিকা শাহীনুর পারভীন শানুর বাড়িতে গিয়ে নিজের নাতিকে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর প্রস্তাব দেন মজিদ খন্দকারের স্ত্রী রোকেয়া খন্দকার। কিন্তু অসুস্থ হওয়ায় বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানো সম্ভব নয় বলে জানালে শিক্ষিকার সাথে তার বাগবিতণ্ডার ঘটনা ঘটে। একপর্যায়ে রোকেয়া খন্দকার তাকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যান। পরে রাত ১০টার দিকে মজিদ খন্দকার ও তার স্ত্রী রোকেয়া খন্দকার স্কুল শিক্ষিকা শাহীনুরের বাড়িতে গিয়ে তাকে মারধর এবং জুতাপেটা করেন। শাহীনুর নগরীর হাজীগঞ্জ এলাকার প্যাসিফিক ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষিকা। এ ঘটনায় গত সোমবার দুপুরে নির্যাতনের শিকার স্কুল শিক্ষিকার বাবা সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, স্কুল শিক্ষিকাকে নির্যাতনের মামলায় মজিদ খন্দকারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার স্ত্রী রোকেয়া বেগমকে গ্রেফতারের চেষ্টা চলছে। বাংলা ট্রিবিউন

  • সর্বশেষ
  • জনপ্রিয়