Skip to main content

রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে আগ্রহ হারাচ্ছে দাতা সংস্থাগুলো

সজিব খান: মিয়ানমারের নৃশংস হত্যাকাণ্ডের হাত থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে আস্তে আস্তে আগ্রহ হারিয়ে ফেলছে দাতা সংস্থাগুলো। সোমবার রাতে ইতালি সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) নির্বাহী পরিচালক ডেভিড বিসলে এ কথা জানিয়েছেন। ডেভিড বিসলে বলেছিলেন, রোহিঙ্গা ইস্যু সম্পর্কে দাতা সংস্থাগুলোর আগ্রহ হ্রাস পাওয়ায় বিশ্বের সবচেয়ে বড় এই মানবিক সংস্থাটি বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় গ্রহণকারী রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছে। বৈঠকে প্রধানমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন যাতে মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হয় সে ব্যাপারে চাপ অব্যাহত রাখার জন্য। এদিকে ওই বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্র সচিব এম শহিদুল হক জনিয়েছেন, রোহিঙ্গাদের খাওয়ানোর ব্যাপারে জাতিসংঘের ব্যবস্থার আওতায় দাতা সংস্থার মধ্যে আগ্রহটা ধরে রাখা ক্রমশই কঠিন হয়ে পড়ছে। উল্লেখ্য, বাংলাদেশে আশ্রয় নেয়া প্রায় ১০ লাখ রোহিঙ্গা মুসলিমকে খাদ্য সরবরাহ করার ব্যাপারে মুখ্য ভূমিকা রাখছে ডব্লিউএফপি। এ সংস্থাটি গত ছয় মাসে রোহিঙ্গাদের মধ্যে ৮ কোটি ডলার সমমূল্যের খাদ্য সামগ্রী বিতরণ করেছে । সংস্থাটির হিসাব মতে, রোহিঙ্গাদের খাদ্য সরবরাহের জন্য প্রতি মাসে প্রয়োজন দুই থেকে আড়াই কোটি ডলার। সূত্র: পার্সটুডে

অন্যান্য সংবাদ