শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৮ সকাল
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০৪:৫৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়াকে দেখার অনুমতি পাননি আফরোজা আব্বাস

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে কেমন আছেন তা জানতে পারছেন না বলে অভিযোগ করেছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। মঙ্গলবার পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারের সামনে সাংবাদিকদের কাছে তিনি এ অভিযোগ করেন।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছরের দ- মাথায় নিয়ে ৮ ফেব্রুয়ারি কারাগারে যান খালেদা জিয়া। মঙ্গলবার দুপুরে তাকে দেখতে গিয়েও অনুমতি পাননি আফরোজা আব্বাস।

খালেদা জিয়াকে ‘মা’ সম্বোধন করে তিনি বলেন, ‘তিনি ৬ দিন ধরে কারাগারে। আমরা জানতেও পারছিনা তিনি কেমন আছেন, কীভাবে আছেন। চেয়ারপারসন যাওয়ার আগে বলে গেছেন, তোমরা শক্ত থাকবে, ঐক্যবদ্ধ থাকবে, শান্তিপূর্ণভাবে অন্যায়ের প্রতিবাদ করবে।’ তিনি বলেন, ‘যেভাবে তাকে অন্যায়ভাবে কারাগারে পাঠানো হয়েছে, আমরা এই রায় মানি না।’

তিনি আরও বলেন, ‘আমাদের যেতে দেওয়া হলো না। ফলগুলোও নিতে দেওয়া হলো না। বলা হলো, আমাদের করার কিছু নেই। আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে যান। আমরা কোথায় যাবো? যার কাছে যাই, সেখানেই বলা হয়, তার (কর্মকর্তা) সঙ্গে দেখা করা যাবে না, তিনি এখন নেই, এই সব। আমরা কোন দেশে আছি? কোথায় আছি, কার কাছে যাবো?’

এর আগে দুপুরের দিকে দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ মহিলা দলের কেন্দ্রীয় নেতারা খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান। কিন্তু কারা কর্তৃপক্ষ তাদের অনুমতি দেয়নি। নেত্রীরা জানান, কারা কর্তৃপক্ষ বলেছে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিয়ে আসতে। পরে তারা খালেদা জিয়ার দেখা না পেয়ে ফিরে যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়