শিরোনাম
◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫১ রাত
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ০২:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তাপ বিদ্যুৎ কেন্দ্র শ্রমিকদের অবস্থান কর্মসূচি শুরু

মোঃ রজব আলী, ফুলবাড়ী (দিনাজপুর): দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের উন্নয়ন শ্রমিকরা উৎপাদন কাজে নিয়োগের দাবিতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন।

মঙ্গলবার সকাল ১০ টা থেকে তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান ফটকে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করেন।

শ্রমিকরা জানায়, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা এই কর্মসূচি পালন করবেন। এতেও তাদের দাবি পূরণ না হলে আরো কঠোর কর্মসূচি গ্রহণ করবেন।

বড়পুকুরিয়া তাপ বিদুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক আবু সাঈদ বলেন, তারা তাপ বিদ্যুৎ কেন্দ্রের উন্নয়ন কাজে নিয়োজিত ছিল। এখন উন্নয়ন কাজ শেষ। শুরু হয়েছে উৎপাদন কিন্তু তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ উৎপাদন কাজে তাদের নিয়োগ না করে বাহির থেকে লোক নিয়ে এসে নিয়োগ করছে। এতে তারা কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছে। এজন্য কর্তৃপক্ষের নিকট বারবার আবেদন জানিয়ে আসলেও কর্তৃপক্ষ কোন সাড়া না দেয়ায় এখন তারা আন্দোলনে নেমেছেন।

এই বিষয়ে তাপ বিদ্যুৎ কেন্দ্রের ৩য় ইউনিটের প্রকল্প পরিচালন চৌধুরী নুরুজ্জামান বলেন, চিনা ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টার ন্যাশনাল শ্রমিক নিয়োগ করবেন কিন্তু ঠিকাদারী প্রতিষ্ঠান এখন পর্যন্ত শ্রমিক নিয়োগের চাহিদা দেয়নি। ঠিকাদারী প্রতিষ্ঠান হারবিন ইন্টার ন্যাশনাল শ্রমিক নিয়োগের চাহিদা দেয়ার পর তাদেরকে নিয়োগের ব্যবস্থা করা হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়