Skip to main content

বিচার যদি সিলেকটিভ হয় তখন বিচার ব্যবস্থা অবিচারে পরিণত হয়

বিচার যদি সিলেকটিভ হয় তখন বিচার ব্যবস্থা অবিচারে পরিণত হয়
রফিক আহমেদ: জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি’র) সাধারণ সম্পাদক ও যুক্ত ফ্রন্টের জোটের শীর্ষ নেতা আবদুল মালেক রতন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার সাজা প্রসঙ্গে বলেছেন, বিচার যদি সিলেকটিভ হয় তখন বিচার ব্যবস্থা অবিচারে পরিণত হয়। মঙ্গলবার তার সঙ্গে এ প্রতিবেদক যোগাযোগ করলে তিনি এ কথা বলেন। জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, যে কেউ অন্যায় করলে তার বিচার হওয়া উচিত। কিন্তু সিলেকটিভ বিচার হলে তা প্রহসনে পরিণত হয়। দুর্নীতির অভিযোগ আছে শত শত এবং এক একটা দুর্নীতির পরিমাণ হাজার কোটি টাকার। ওই মামলাগুলো নিয়ে সরকার তৎপর হচ্ছে না। তিনি আরও বলেন, বিশেষ কিছু মামলার ব্যাপারে সরকার খুবই তৎপর। নির্বাচনের বছরে এ ধরনের ডবল ষ্ট্যান্ডার্ড কর্মকান্ড, রাজনীতি, নির্বাচন ও সামাজিক স্থিতিশীলতা সবক্ষেত্রেই নেতিবাচক প্রভাব পড়তে পারে- এ বিষয়ে সরকারের সতর্ক হওয়া উচিত।

অন্যান্য সংবাদ