Skip to main content

পুলিশ-বিএনপির ধাওয়া পাল্টা ধাওয়া, আহত ৫

শাকির আহমদ, কুলাউড়া (মৌলভীবাজার): মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপি অবস্থান সমাবেশ কর্মসূচি পালন করার সময় পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিতে চাইলে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে দুইজন এসআইসহ ৫ পুলিশ সদস্য আহত হন। মঙ্গলবার সকাল ১১ টার দিকে পৌরসভা কার্যালয় সম্মুখে বিএনপি নেতাকর্মীরা অবস্থান নেয়ার পরে এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যরা হলেন, কুলাউড়া থানার এসআই জহিরুল ইসলাম, সনাক কান্তি দাস, কনস্টেবল সাইফুল ইসলাম, সুব্রত তালুকদার, ইমাম উদ্দিন। আহতরা কুলাউড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সরেজমিনে দেখা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে কুলাউড়া পৌরসভার সম্মুখে কুলাউড়া বিএনপির দুটি গ্রুপ ঐক্যবদ্ধ হয়ে অবস্থান কর্মসূচি শুরু করে। এসময় পুলিশ বাঁধা দিলে বাকবিতণ্ডায়  জড়ায় বিএনপি নেতাকর্মীরা। একপর্যায়ে শুরু হয় ধাওয়া পাল্টা-ধাওয়া। পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে বিএনপির নেতাকর্মীরা। এতে আহত হন ৫ পুলিশ সদস্য। কুলাউড়া থানার ওসি মো. শামীম মূসা জানান, বিএনপির নেতাকর্মীরা পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়লে ৫ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ এসল্ট মামলার প্রস্তুতি চলছে।সম্পাদনা: উমর ফারুক রকি

অন্যান্য সংবাদ