শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৮ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:৫৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফ হাসানের সেঞ্চুরিতে বড় জয় পেল আবাহনী

স্পোর্টস ডেস্ক : সাইফ হাসানের সেঞ্চুরিতে বড় জয় পেল আবাহনী লিমিটেড। মঙ্গলবার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ১৩৬ রানে হারিয়েছে তারা। তিন ম্যাচ খেলে তিনটিতেই জয় পেয়ে পয়েন্ট টেবিলে এখন শীর্ষে রয়েছে আবাহনী লিমিটেড।

এদিন ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে আবাহনী লিমিটেডের দেয়া ২৬৭ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৫.৪ ওভারে ১৩০ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় ব্রাদার্স ইউনিয়ন। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে অপরাজিত থাকেন ইয়াসির আলী। আবাহনী লিমিটেডের পক্ষে মেহেদী হাসান মিরাজ ৩টি, সানজামুল ইসলাম ৩টি, সাকলাইন সজিব ২টি ও নাসির হোসেন ১টি করে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ২৬৬ রান সংগ্রহ করে অলআউট হয়ে যায় আবাহনী লিমিটেড। দলের পক্ষে ওপেনার সাইফ হাসান ১০৮ রান করে আউট হন। অপর ওপেনার এনামুল হক বিজয় করেন ৪১ রান। ব্রাদার্স ইউনিয়নের পক্ষে খালেদ আহমেদ ২টি, রনি হোসেন ২টি, সোহরাওয়ার্দী শুভ ১টি ও অলক কাপালি ১টি করে উইকেট নেন। প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন সাইফ হাসান।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়