Skip to main content

আফগানিস্তান সেনাবাহিনীতে ১৬৪ জেনারেলের অবসর

রাশিদ রিয়াজ : আফগানিস্তানের সামরিক বিশ্লেষক মোহাম্মদ আশিকুল্লাহ বলেছেন, সোভিয়েত আমলের আফগান সামরিক কর্মকর্তাদের অবসর দেওয়া হচ্ছে এবং সেখানে পশ্চিমা দেশে শিক্ষিত কর্মকর্তাদের নেওয়া হচ্ছে। দেশটিতে দীর্ঘ মার্কিন কৌশলের অংশ হিসেবেই তা করা হচ্ছে। গত সপ্তাহে আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি ওই ১৬০ জন জেনারেলকে অবসরের নির্দেশ দেন। প্রেসিডেন্ট ঘানি এক টুইট বার্তায় জানান, শান্তি ও যুদ্ধে বিজয়ের জন্যে এধরনের সংস্কার প্রয়োজন। এবং তা অব্যাহত থাকবে। এর আগে গত নভেম্বরে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, আগামী দুই বছরে তিন ধাপে অন্তত ২ হাজার সামরিক কর্মকর্তাকে অবসর দেওয়া হবে। কাবুল সরকার আরো বলছে সেনাবাহিনীতে এধরনের পরিবর্তন সীমান্ত কৌশলেরও অংশ। বয়স্ক সামরিক কর্মকর্তাদের পরিবর্তে তরুণ পশ্চিমা শিক্ষায় শিক্ষিত অফিসার নিয়োগ দেওয়া হচ্ছে। একই সঙ্গে আফগানিস্তানে তালেবান সক্রিয় হয়ে ওঠায় সামরিক বাহিনীতে সংস্কার একটি মুখ্য কারণ। তবে আফগান সংসদে প্রতিরক্ষা কমিটির সভাপতি হাশিম আলাকোজে বলেছেন, পশ্চিমা দেশগুলোর চাপে এ ধরনের সংস্কার করা হচ্ছে এবং ওসব দেশই সেনাবাহিনীর খরচ বহন করে। আনাদোলু/ফিনান্সিয়াল ট্রিবিউন

অন্যান্য সংবাদ