শিরোনাম
◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৩ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১১:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এসএসসি’র প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে আটক ৬

ফারুক হোসেন, সরিষাবাড়ী (জামালপুর): জামালপুরের সরিষাবাড়ীতে এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁসের সাথে জড়িত এক সরকারি কর্মকর্তা ও ৫ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। এতে ৫ জন শিক্ষার্থীকে বহিস্কার করা হয়।

জানা যায়, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে মোবাইলের মাধ্যমে প্রশ্নের উত্তরসহ পদার্থ বিজ্ঞান পরীক্ষার প্রশ্ন ফাঁস হয়। এ সময় সরিষাবাড়ী রিয়াজ উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের পাশে বেলাল হোসেনের বাড়িতে ওই সরকারি কর্মকর্তা ও পদার্থ বিজ্ঞান বিষয়ের ৫ জন পরীক্ষার্থী ইন্টারনেটে পাওয়া প্রশ্ন বিতরণের প্রস্তুতি নেয়। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ফিরোজ আল মামুনের নেতৃত্বে পুলিশ তাদেরকে আটক করে।

আটকরা হল, শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারুক আহম্মেদ, শিক্ষার্থী রুমানা আক্তার রিয়া, মার্জিয়া মুন্তাহা, মেহেনাজ তাবাসসুম দিশা, পরাগ ফার্দিনা ও জাহিদুল ইসলামকে আটকের পর বহিস্কার করা হয়। এরা পৌর এলাকার চিলড্রেনস হোম পাবলিক স্কুলের শিক্ষার্থী।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদের ছবিসহ ‘একজাম’ নামে মোবাইলে আইডি খুলে ১০ থেকে ১২ জনের একটি গ্রুপ। এ আইডিতে নিয়মিত প্রশ্ন ফাঁস হয়ে আসছে। এই আইডির গ্রুপের প্রধান হল শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারুক আহম্মেদসহ শিক্ষার্থীরা

আটককৃত শিক্ষার্থীসহ ৬ জনের বিরুদ্ধে পরীক্ষা কেন্দ্রের হল সুপার সরোয়ার আছলামকে বাদি করে থানায় মামলা করা হয়েছে। তবে ওই শিক্ষার্থীরা শিশু আইনের আওতায় পড়ায় মানবিক দিক বিবেচনা করে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিনের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে এবং শেরপুর জেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক ফারুক আহম্মেদকে জেল হাজতে প্রেরণ করা হবে। সম্পাদনা: উমর ফারুক রকি

  • সর্বশেষ
  • জনপ্রিয়