শিরোনাম
◈ বাংলাদেশ ব্রাজিল থেকে ইথানল নিতে পারে, যা তেলের চেয়ে অনেক সস্তা: রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১০:২৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেয়ারবাজারের খুঁটিনাটি নিয়ে বই পুঁজিবাজারের প্রাথমিক ধারণা

নিজস্ব প্রতিবেদক : শেয়ারবাজারে কখন এবং কীভাবে বিনিয়োগ করবেন। কীভাবে চিনবেন ভালো-মন্দ শেয়ার? কোন শেয়ারে দীর্ঘমেয়াদে বিনিয়োগ করবেন। এসব বিষয় নিয়ে আবু আলীর লেখা একটি তথ্য নির্ভর বই ‘পুঁজিবাজারের প্রাথমিক ধারণা’। বইটি পাওয়া যাচ্ছে অমর একুশে বই মেলায়। বইটি প্রকাশ করেছে ‘জ্যোতিপ্রকাশ।’

সোহরাওয়ার্দী উদ্যানে ৪০২ নম্বর জ্যোতিপ্রকাশের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। এ ছাড়া বাংলা একাডেমি চত্বরে ৬৭ নম্বর ঢাকা রিপোর্টার্স ইউনিটির স্টলে এবং ৬৮ নম্বর গোল্ডেন বাংলাদেশের স্টলে পাওয়া যাচ্ছে এ বই।

পাশাপাশি দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সামনেও বইটি পাওয়া যাচ্ছে। সাধারণ মানুষ কীভাবে শেয়ারবাজারে ব্যবসা শুরু করবেন সে বিষয়টি অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরা হয়েছে এ বইয়ে।

এতে বলা হয়েছে- শেয়ার ব্যবসার শুরুতে বিও হিসাব দরকার। বিও হিসাব খুলতে হলে প্রথমে ব্যাংকে সঞ্চয়ী হিসাব খুলতে হবে। এরপর সেই ব্যাংক হিসাবের বিপরীতে সিডিবিএলের (সেন্ট্রাল ডিপোজিটরি অব বাংলাদেশ লিমিটেডের) অধীনে বিও (বেনিফিসিয়ারি ওনার) অ্যাকাউন্ট খোলা যায়। সঞ্চয়ী হিসাব খোলার পর বিও হিসাব খুলতে মার্চেন্ট ব্যাংক বা ব্রোকারেজ হাউসে যেতে হয়। বিও অ্যাকাউন্ট খোলার পর একজন বিনিয়োগকারী প্রাইমারি ও সেকেন্ডারি উভয় মার্কেটে শেয়ার ব্যবসা করতে পারেন।

বইটির মূল্য : ১২০ টাকা। মেলা উপলক্ষে ২৫% কমে ৯০ টাকায় পাওয়া যাচ্ছে।

উল্লেখ্য, লেখক দীর্ঘ এক যুগ ধরে পুঁজিবাজার রিপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন। বর্তমানে তিনি দেশের শীর্ষস্থানীয় একটি জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে কর্মরত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়