শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪৬ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরে উল্কি করা যাবে কী ?

সাইদুর রহমান : প্রাণীর ছবি আঁকতে ইসলামে নিষেধ করা হয়েছে। মানুষ হোক অথবা অন কোন প্রাণী। উল্কি বা ট্যাটো অঙ্কণ করার মধ্যে কয়েকটি বিষয় লক্ষণীয়। এর মধ্যে কি কোন প্রাণীর ছবি আসে কী না , আবার শরীরে চামড়ার সাথে মিশলে পানি চামড়াকে স্পর্শ করে কী না এসব বিষয় দেখা জরুরী। তাছাড়া কোন অমুসলিমদের সাদৃশ্য অবলম্বন করা হচ্ছে কী না যা শরীয়তে নিষিদ্ধ। এগুলো লক্ষ্য রাখা জরুরী। ট্যাটোর কয়েক প্রকার রয়েছে। যেমন- প্রাণীর ছবিওয়ালা ট্যাটো অথবা প্রাণীর ছবি নয়, কিন্তু এমন মোটা যে, ভিতরে পানি প্রবেশ করে না। অথবা প্রাণীরও ছবি নয়, বরং অন্য কিছুর ট্যাটো হয়।তাছাড়া আরেক প্রকার রয়েছে যেটি প্রচলিত ট্যাটো তথা উল্কি নয়, এমনিতে এক দুই শব্দ লেখা।

এসব ট্যাটোতো অনেক নিষিদ্ধ জিনিস রয়েছে। যার কারণে এসব ট্যাটো ব্যবহার করা বৈধ হবে না। তবে যে প্রকারে ট্যাটো প্রচলিত উল্কি নয় এমনিতে এক দুই শব্দ লেখা এটা অমুসললিমদের সংস্কৃতি হওয়ায় তা পরিত্যাগ করা উচিত। যদি নির্দিষ্ট কোন ফাসিক ব্যক্তির অনুসরণে করা হয়, তাহলে হারাম।কিন্তু এমনিতে এক দুই শব্দ লিখায় কোন গোনাহ হবে না, যদি ভিতরে পানি প্রবেশ করে এবং কারো অনুসরণে না করা হয়।

এ বিষয়ে হাদীসে এসেছে, হযরত সাঈদ বিন আবুল হাসান বলেন, এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রা. এর কাছে এসে বলল, আমি চিত্রকর এবং চিত্র অংকন করি। এতএব এ সম্পর্কে আমাকে শরীয়তের বিধান বলে দিন। ইবনে আব্বাস রা. বলেন, আমার কাছে আস। সে ব্যক্তি তাঁর কাছে গেল। তিনি পুনরায় বললেন, আমার কাছে আস। সে ব্যক্তি তার এত কাছে গেল যে, ইবনে আব্বাস রা তাঁর হাত ঐ ব্যক্তির মাথার উপর রাখলেন, এবং বললেন, আমি তোমাকে এ সম্পর্কে এমন একটি হাদীস শুনাচ্ছি, যা আমি রাসূল সা. এর কাছে শুনেছি। আমি রাসূল সা. কে বলতে শুনেছি যে, “সকল চিত্রকরই দোযখে যাবে। আর প্রত্যেক চিত্রের পরিবর্তে জীবিত এক ব্যক্তিকে বানানো হবে, যা দোযখে তাকে শাস্তি দেবে”। ইবনে আব্বাস রা. বলেন, যদি তোমাকে এরূপ করতেই হয়, তাহলে গাছ-পালা বা এমন বস্তুর ছবি তৈরী কর যা প্রাণী নয়। {সহীহ মুসলিম, হাদীস নং-৫৬৬২}

হযরত ইবনে ওমর রা. থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন- যে ব্যক্তি যার সাদৃশ্য গ্রহণ করে, সে তাদেরই অন্তর্ভূক্ত। {সুনানে আবু দাউদ, হাদীস নং-৪০৩১}

ইবনে ওমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন,যেসব মহিলা নকল চুল ব্যবহার করে এবং যারা অন্য মহিলাকে নকল চুল এনে দেয়, যেসব মহিলা উল্কি অঙ্কন করে এবং যাদের জন্য করে, রাসূল স. তাদের অভিশাপ দিয়েছেন। (বুখারী : ৫৫৯৮, মুসলিম : ৫৬৯৩)

ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন,যেসব মহিলা সৌন্দর্য্যরে জন্য উল্কি অঙ্কন করে এবং যাদের জন্য করে, যেসব মহিলা ভ্রু উৎপাটন করে এবং দাঁত ফাঁকা করে, আল্লাহ তা’আলা তাদের অভিসম্পাত করেছেন। (বুখারী : ৫৬০৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়