শিরোনাম
◈ এলডিসি উত্তরণের পর সর্বোচ্চ সুবিধা পাওয়ার প্রস্তুতি নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ ড. ইউনূসকে নিয়ে শিক্ষামন্ত্রীর বক্তব্য দুঃখজনক: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৭ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়ার মুক্তির দাবিতে টেকনাফে অবস্থান কর্মসূচি পালিত

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে সাজা দেওয়ার প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিনের নেতৃত্বে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।

টেকনাফ সড়কে টেকনাফ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন, টেকনাফ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সদস্য রাশেদুল করিম মার্কিন , কক্সবাজার জেলা যুবদলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মো. কায়ুম,সাবরাং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. হাশেম ভুলু, সাধারণ সম্পাদক নুরুল আলম, সিনিয়র সহ-সভাপতি আবুল মনজুর,সহ-সভাপতি বাদশা মিয়া, পৌর বিএনপির যুগ্ন স¤পাদক আব্দুর রহমান,টেকনাফ উপজেলা যুবদলনেতা নুর মোহাম্মদ সাগর, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক হেলাল উদ্দিন, সাবরাং ইউনিয়ন যুবদলের যুগ্ন আহবায়ক একরাম, যুগ্ন আহবায়ক আলী আহমদ, যুগ্ন আহবায়ক আব্দুস শুক্কুর, সাবরাং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হেলাল উদ্দিন,সাধারণ সম্পাদক মো. শফিক প্রমূখ।

এসময় বক্তারা বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান। অবস্থান কর্মসূচীতে বিএনপি,যুবদল,ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়