শিরোনাম
◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ রাজনৈতিক বিশ্লেষক মনোয়ারুল হক মারা গেছেন ◈ ভারতের পররাষ্ট্র সচিব শনিবার ঢাকা আসছেন ◈ এথেন্স সম্মেলন: দায়িত্বশীল ও টেকসই সমুদ্র ব্যবস্থাপনায় সম্মিলিত প্রয়াসের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০১৮, ০৮:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজিটাল উদ্ভাবনী মেলায় কালীগঞ্জ উপজেলা শ্রেষ্ঠ

বিল্লাল হোসেন, কালীগঞ্জ (গাজীপুর): আনন্দ মুখর পরিবেশে গাজীপুর জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপ্ত হলো।

সোমবার সন্ধ্যায় গাজীপুর শহরের ঐতিহাসিক রাজবাড়ি মাঠে সমাপনী এ অনুষ্ঠান সমাপ্ত হয়। মেলায় সবচেয়ে তথ্য সমৃদ্ধ ওয়েব পোর্টালের জন্য গাজীপুর জেলার শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয় কালীগঞ্জ উপজেলা।

গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হূমায়ূন কবীরের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রেহেনা আক্তারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সমাপনী অনুষ্ঠানে সবচেয়ে তথ্য সমৃদ্ধ ওয়েব পোর্টালের জন্য জেলার শ্রেষ্ঠ হিসেবে কালীগঞ্জ উপজেলা শ্রেষ্ঠত্বের পুরস্কার অর্জন করে। পরে অনুষ্ঠানের প্রধান অতিথির হাত থেকে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমান শ্রেষ্ঠত্বের পুরস্কার গ্রহণ করেন। এছাড়াও অন্য ক্যাটাগরীতে পুরস্কার প্রাপ্তদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।

উল্লেখ্য, গাজীপুর জেলা প্রশাসনের উদ্যোগে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানের লক্ষ্যে গত শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) ও একসেস টু ইনফরমেশন প্রোগ্রামের প্রকল্প পরিচালক কবির বিন আনোয়ার প্রধান অতিথি হিসেবে তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন।

মেলায় ৬০টি বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ষ্টল দেয়া হয়েছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়